পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যান্থন্দর । খঞ্জন-গঞ্জন আঁখি অঞ্জনে রঞ্জিত । মনোহর মনোহর কিঞ্চিৎ কিঞ্চিৎ ॥নিন্দিয়৷ গৃধিনিশ্রুতি শ্রবুণযুগল । দরিদ্র-ভ্ৰবিণ- অাশা স্থদীর্ঘ কুণ্ডল ৷ উপযুক্ত ভূষণ ভূষিত ঠাই ঠাই । কি কব রূপের কথা ত্ৰিভুবনে নাই ॥ সৰ্ব্বগুণহীন যদি ধনবান হয়। তৃণ তুল্য দ্বারে তার কত গুণালয় ॥ তব রূপাপাত্র মাত্র ধরাতলে পূজ্য। সত্ব দানে বিত্ত গুণে সে লভে সাযুজ্য ॥ যে গৃহিজনের প্রতি জন্মে তব কোপ । কি তার ঐহিক ধৰ্ম্ম পূৰ্ব্ব ধৰ্ম্ম লোপ ॥ বিষম দারিদ্র্যদোষে গুণরাশি নাশে । থাকুক আদর কেহ কথা না জিজ্ঞাসে। কি আর কহিব বাড়। স্ত্রীপুত্র অবশ। বিরস বদনে কহে বচন কর্কশ ॥ এ সৰ্ব্ব তোমার মায়া জানি গো জননী । প্রসাদে প্রসন্ন হও জলধিনন্দিনী । কালী বন্দন । কলিকাল-কুঞ্জর-কেশরী কালী নাম। জপিলে জঞ্জাল যায়, যায় যোগ্য ধাম ॥ কাল কর পৃথক চিন্তহ মনে এই। লকারে ঈকার দীর্ঘ আসি বটে সেই ৷