পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দর । বিদায় করিয় ভাটে পুনরাপ রাজপটে রাজকৰ্ম্মে মন দিলা ভূপ । মিলিবে উত্তম বর স্থপুরুষ গুণধর মনে মনে জানিলা স্বরূপ । , মাধব তুরঙ্গ চাপে গোফে পাক দিয়া দাপে সেঁটে মারে পিছাড়ে চাবুক । পবন গমনে যায় পাছু পানে নাহি চায় প্রসাদেতে পরম কৌতুক ॥ ভ্ৰমিল অনেক ঠাই উপযুক্ত মিলে নাই শেষ কাঞ্চিদেশ উপনীত । পাঠশালে পড়য়া সঙ্গে স্বকবি সুন্দর রঙ্গে রূপ দেখি ভট্ট হরষিত ॥ কোন শাস্ত্রে নাহি ক্রটি যে যে কহে দৃঢ় কোটি ক্ষণ মাত্রে তাহার সিদ্ধাওঁ। মাধব জানিল দড় ভবানীর ভক্ত বড় নিতান্ত বিদ্যার এই কান্ত.॥ • চিত্তে চমৎকার লাগে করযোড়ে খাড়া আগে রায়বার পড়ি করে স্তব। শিরে উঠাইয়া হাত কহিতেছে হিন্দি বাত শুনি মুখী স্থলার নীরব। বাবুজি কুর্ণিস মেরা বৰ্দ্ধমান বিচ৬ের নাম তো হামার মাধো ভাট । আরজ করোগে পিছে ঘড়ী এক বৈঠে নীচে আর তো লাগায় তোম হাট ॥