পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У е. বিদ্যাসুন্দর। ভাব কেন ওরে ভক্ত আমি তব অমুরক্ত সেও তো আমার দাসী বটে। পরম রূপসী সেই একান্ত জানিবে এই তরুণী তোমার তরে ঘটে । , প্রথমেতে গুপ্ত কায ব্যক্ত শেষে মহারাজ কোটালে কহিবে কাটিবারে । সে কিছু মানস নয় কেবল দশাবে ভয় পরিচয় লইবার তরে ॥ সন্ধান করিবে পুনঃ কারণ ইহার গুন প্রতি চল বীরসিংহ-দেশ । একাকী যাইবা তুমি সঙ্গে সঙ্গে যাব আমি কদাচ না ভাবিও রে ক্লেশ ॥ দশম দিবস গৌণ এত বলি মাত মোন স্বস্থানে প্রস্থান কৈল৷ শিবা। ঐকবিরঞ্জনে কয় রজনী প্রভাত হয় নিদ্রাভঙ্গে দেখে ধীর দিবা ॥ সুন্দরের বর্দ্ধমান যাত্রা। স্বপ্নে শৈলসুতা আজ্ঞা সত্য মনে বাসি। জায়া হেতু যোগে যাত্র করে গুণরাশি ॥ বি স্থপত্র সাম্রাণ লইলা গুণধাম । মনোবাঞ্ছা পূর্ণ হেতু জপে দুর্গানাম ॥ সেইক্ষণ মাহেজ কহিব বাড়া কিবা । দক্ষিণে গো মুগ দ্বিজ বামে শব শিবা ॥