পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থলদরের বদ্ধমান যাত্র। । ృుల শৈলপুত্রী মুক্তিকত্রী জগদ্ধাত্রী কালা । মৃঢ়তা প্রকাশ কর একি ঠাকুরালী ৷ তোমার বাতাসে সৰ্ব্ব ধৰ্ম্ম নষ্ট হয়। এত বলি অধোমুখে মৌনভাবে রয় ॥ ক্ষণেক অন্তরে কবি ফিরে দেখে পাছে । ঘুচিল মায়ার নদী যোগী নাহি কাছে । শুনিলা শ্রবণে কবি দৈববাণী এই ৷ মিথ্য নহে স্বপ্নকথা সত্য সত্য সেই ৷ ভয় নাই ভকত ভুবনে শীঘ্ৰ যাব । গুণনিধে গুণবতী গত মাত্র পাব । - আনন্দসাগরে ভাসে কবি গুণধাম। সেই নিশি সেইথানে করিলা বিশ্রাম ॥ পোহাইল বিভাবরী উদয় তপন । শ্ৰীদুৰ্গ স্মরণ করি করিলা গমন ॥ কাঞ্চিপুর হইতে সহর বদ্ধমান । ছয় মাসে আসে লোক কণ্ঠাগত প্রাণ ॥ কেমন কালীর কৃপা কি কব বিশেষ । দশম দিবসে কবি করিল। প্রবেশ ॥ প্রসাদে প্রসন্ন হও কালী কৃপামই । আমি তুয়া দাসদাস দাসীপুত্ৰ হই ।