পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক *8 খায়, অর্থাৎ H,(+) ও SO,(—) এই দুই ভাগে বিভক্ত হয়। তন্মধ্যে SO, ভাগগুলিতে কিছু পরিমাণ নেগেটিভ আয়ন অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র - নেগেটিভ চার্জ থাকে, ও H ভাগগুলিতে সমপরিমাণ পজিটিভ চার্জ থাকে। যুগ H.SO. অযুগুলিতে এই পজিটিভ ও নেগেটিভ আয়নগুলি পরম্পরের সহিত মিশিয়া অবৈদ্যুতিক অবস্থায় থাকে, সেইজন্য TH. SO, অমুর কোনরূপ বৈদ্যুতিক চিত্র—১২৬ অবস্থা দৃষ্ট হয় না এবং এই অমুগুলির পজিটিভ ও নেগেটিভ ‘আয়নবিশিষ্ট’ H, ও SO, গুচ্ছে পরিণত হওয়াকে আয়নাইজড হওয়া বা আয়নাইজেসন ( Ionisation ) বলে। Ha(+) ভাগকে ‘হাইড্রিয়ন’ ( Hydrion ) ও SO,(—) ভাগকে ‘সালফিয়ন' (Sulphion ) বলে । যাহাই হউক, আয়নাইজড হইবার পর, যেহেতু Cu অপেক্ষ Znএর অক্সিডাইজড (Oxydised ) হইবার চেষ্টা অধিক, SO, গুচ্ছের জন্য Cu অপেক্ষ Znএর রাসায়নিক আকর্ষণ অধিক । আবার SO, গুচ্ছের জন্ত H, অপেক্ষ Znএর রাসায়নিক আকর্ষণ অধিক, স্বতরাং.dil. H.So, উত্তেজকে Zn ও Cu ডুবাইলে so.(—) গুচ্ছ Znএর দিকে আকৃষ্ট হইয়া তাহার • গাত্রে আসিয়া লাগে। এই SO,(-) কর্তৃক পরিত্যক্ত H, (+) পরবর্তী HASO, আমুর SO. (—) এর সহিত মিশিয়া H,SO, প্রস্তুত করে ও তাহা হইতে H, (+) নির্গত করে, এই নির্গত H, (+) তৎপরবর্তী H.SO, অম্বর SO; (—) এর সহিত মিশিয়া তাছা হইতে H, (+) নির্গত করে,—এরূপ ভাবের, কাৰ্য্য চলিতে থাকে, যে পৰ্য্যস্ত না Cu এর গাত্রস্থ H.SO, হইতে H, (+) নির্গত হইয়া তাহার গাত্রে লাগে। অতএব দেখা যাইতেছে Znএর উপর প্রত্যেক SO. (—) গুচ্ছের পতনের জন্ত Cuএর উপর একটি কষ্ক্রিয় H, (+) গুচ্ছের পতন হয়। এই SO. (—) গুচ্ছ Znকে