পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

موت پا বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক অপরিচালক। অতএব Cuর পোটেনস্তাল আর বাড়িতে পারিবে না.. বরং Znএর সহিত সংযুক্ত থাকায় ইহার পোটেনস্তাল নেগেটিভ হইয়া যাইতে থাকিবে । অতএব Zn ও Cnর মধ্যে পোটেনস্তাল পার্থক্য কমিয়া যাইবে ও সেই হেতু প্রবাহ বেগও কমিয়া যাইবে। এইরূপে পজিটিভ ইলেকট্রোডের উপর H, গ্যাস জমা হেতু সেলের ই, এম, এফ, ক্রমশঃ হ্রাস পাওয়া ও তজ্জন্ত প্রবাহ বেগ কমিয়া যাওয়াকে “পোলারি জেসন” বলে । - ডিপোলারিজেসন ও ডিপোলারাইজার (Depolarisation and Depolarisor) —পোলারিজেসন বন্ধ করাকে ডিপোলারিজেসন বলে। ইহা দুই উপায়ে হয়, (১) মেক্যানিক্যাল ( Mechanical means ) যথা বুরুষ বা এবশ্বকার কিছুর দ্বারা গ্যাসকে তাড়াইয়া দেওয়া । কিন্তু ইহাতে সৰ্ব্বদাই কোন ব্যক্তির মনোযোগের প্রয়োজন হয় বলিয়া এ প্রথা অবলম্বন করা হয় না । (২) কেমিক্যাল ( Chemical ) বা রাসায়নিক অর্থাৎ এমন কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করিতে হয় যাহা হইতে (0,) অক্সিজেন নিষ্ক্রান্ত হইয়া ঐ O, H,এর সহিত মিশিয়া যায়, বা যাহা অন্য কোন প্রকারে H,এর সহিত মিশিয়; যায়। এই রাসায়নিক দ্রব্য, যাহা পোলারিজেসন নষ্ট করে, তাহাকে "ডিপোলারাইজাম' বলে ও পোলারিজেসন নষ্ট হওয়াকে ডিপোলারিজেসন বলে। বিভিন্ন প্রকারের ডিপোলারাইজারের নাম পূৰ্ব্বে দেওয়া হইয়াছে। cost-syte’s soji=55A1-R (Local Action ) of otola কাৰ্য্য — সেলে একেবারে বিশুদ্ধ Zn ব্যবহার নিষিদ্ধ, (যেহেতু HAS O, এর বিশুদ্ধ Znএর উপর কোন রাসায়নিক ক্রিয়া নাই ) বিশুদ্ধ Zn সেল ংগঠনে সক্ষম হয় না । সেইজন্য সেলে বাজার চলন Zn ব্যবহার করিতে হয়। এই বাজার চলন Znএ সাধারণতঃ লেীহ, ক্যাডমিয়াম প্রভৃতি দ্রব্যগুলি ভেজাল (Impurity ) ভাবে থাকে এবং এই ভেজালগুলি Znএর