পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক bWダ


۔-م۔--سے۔ -۔حمیہ۔--------------۔--۔-۔ -----------

গাত্রে Znএর সহিত ক্ষুদ্রাকার সেল প্রস্তুত করে ও ঐ ক্ষুদ্র ক্ষুদ্র সেলগুলির প্রবাহ ঐ স্থানেই হইতে থাকে । এই স্থানীয় সেল সংগঠনকে লোক্যাল এ্যাকসন বলে। ইহাতে Znএর ক্ষয় হইতে থাকে অথচ এই ক্ষয় হেতু যে প্রবাহ তাছা বাহিরে Zn ও Cu সংযোজক তারের মধ্য দিয়া পাওয়া যায় না। অতএব এই লোক্যাল এ্যাকসানকে বন্ধ করা প্রয়োজন, তাঙ্গা Zn en "il M&vriz (Amalgamation) wial Tifers en 1 Zntw পারদের মধ্যে ডুবাইয়া রাখিলে পারদ ইহার গাত্রে কিছু গভীরতা পর্য্যস্ত লিপ্ত হইয়া যায় । এই পারদ-লিপ্ত Zn ব্যবহার করিলে Zn এর ক্ষয়কালে নির্গত ভেজাল পারদ লিপ্ত হইয়া যায় এবং যেহেতু পারদলিপ্ত ভেজাল Zn এর সহিত সেল সংগঠন করে না, লোক্যাল এ্যাকসান আর হইতে পারে না, এই ভেজালগুলি তলায় পড়িয়া যায়। রকমারী সেল ( Kinds of cells ) :-সচরাচর ব্যবহৃত ও প্রয়োজনীয় সেলগুলির তালিকা ৮৭ পৃষ্ঠায় প্রদত্ত হইল । উল্লিখিত সেলগুলির মধ্যে শেষোক্ত বাদে বাকীগুলি প্রাইমারী সেল, vznitsj EiffGH-I ( Daniell ), HRUHR (Bunsen ), corroIII« (Leclanche), tètritas ( Bichromite ) ও শুষ্ক (Dry) সেল সহজসাধ্য বা সস্তা বলিয়া নানা কাৰ্য্যে ব্যবহৃত হয় এবং ক্লার্ক ও ওয়েষ্টন সেল অন্যান্য সেলের বৈদ্যুতিক পরিমাপের জন্য ‘ষ্ট্যাওর্ড (Standard ) সেল ভাবে ব্যবহৃত হয় ৷ ‘ষ্টোরেজ’ বা ‘সেকেণ্ডারী সেলগুলি খুব তেজাল বলিয়া নানা কার্য্যে ব্যবহার হয়। প্রাইমারী সেলগুলি নিম্নে বণিত হইল।” ড্যানিয়েল সেল ( Daniel Cell ) —ইহা দুইটি তরল পদার্থ বিশিষ্ট সেল। ইহাতে দুইটি পাত্রের প্রয়োজন। একটি বড় পাত্র, তাহার মধ্যে ঘন তুতের ( CuSO, ) জল ও তন্মধ্যে নলাকারে বঁাকান তামার পাত ও দ্বিতীয় ছোট পাত্রটি থাকে। এই দ্বিতীয় পাত্রটি কূপময়, ইহার মধ্যে জলমিশ্রিত সালফিউরিক এসিড (১ ভাগ এসিড ও ৪ ভাগ জল ) ও তন্মধ্যে