পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ۰/وها ] ষড়বিংশ পরিচয়—(১২৭–৪৬৪ ) পৃষ্ঠা) । অল্টারনেটিং কারেন্টস, অলটারনেটিং কারেন্টর সম্ভাবন গুণ, ট্রান্সফৰ্ম্মার, ফেজ ডিফারেন্স, চোকিং কয়েল, অণ্টার্ণেটিং কারেন্টের প্রবাহ বেগ ও ভোল্‌টেজ পরিমাপ,ওয়াটমিটার ও পাওয়ার ফ্যাক্টর, অণ্টারনেটার, দুইটি অণ্টারনেটার প্যারালাল সংযোগ ও সিক্রনাইজার, অণ্টারনেটিং কারেন্ট মোটর, মোটর-জেনারেটার ও কনভার্টার, রোটারী কনভার্টার, কমিউটেটার মোটর, ইণ্ডাকসানমোটর,—দুই ফেজ, তিন ফেজ কারেন্ট ও মোটর, বহু ফেজ কারেন্ট সরবরাহ । সপ্তবিংশ পরিচয়—(৪৬৭-৪৮৩ পৃষ্ঠা )। ইউনিট বা মান স্বরূপ এক এবং পরিমাপ, স্বতঃ সিদ্ধ ইউনিট, দৈর্ঘ্য তাহার তালিকা, ওজন তাহার তালিক, সময় মাপিবার প্রণালী, স্থান মাপিবর একক, আয়তন মাপেৰ "একক", ধারান্তকরণ তালিকা, বস্তুর অবস্থা-স্থিতি ও চলন, বেগ, গতি, গতিপরিবর্তন, ধাক্কা, বল, কাজ ক্ষমতা, শক্তি,কল, কলের পারকতা, ওজন, মাধ্যাকৰ্ষণ, গাঢ়তা, বিভিন্ন দ্রব্যের ঘনত, আক্ষেক্ষিক গুরুত্ব, চাপ, চাপমান, বায়ু চাপমান,ঘর্ষণ, কোএফিসিয়েন্ট অফ ক্লিকসান, পিচ্ছিল গদার্থ, তাপ ও তপ্ততা, তপ্ততামান, তপ্ততা মাপের পদ্ধতি, তাপের একক, আপেক্ষিক তাপ, তাপধারণ ক্ষমতা, উত্তাপের উৎপত্তি স্থান, তাপের ফল, লিম্ফারণ, হারের তালিক, ধাতুদিগের বিগলিত হারের উত্তাপাখস্তl. বয়েলিং পয়েণ্ট, অবস্থা পরিবর্তনে আয়তন পরিবর্তন, অদৃপ্ত তাপ, বায়বীয় পদার্থের বিস্ফারণ, বয়েল্স 'ল', চালর্স’ল, এ্যাবসোলিউট, জিরো, চাপ পরিবর্তন হার, সমতপ্ততাবস্থা সমতপোবস্থা, তাপবল বিজ্ঞান, বিস্ফারণে বায়বীয়ের কাৰ্য্যসাধন, তাপের যাতায়াত বিধি, ক্রমগমন, প্রবাহন প্রসারণ, ফ্লাস পয়েন্ট, জ্বালানী দ্রব্যের বা ইন্ধনের উত্তাপ পরিমাণ, ইন্ধনের উত্তাপ শক্তির তালিকা। EISfJK*i vifySg—(sv8—sas হিসাবে ইন্ধনের পরিমাণ, প্রয়োজনীয় অঙ্ক কৰ্ষিবার নির্দিষ্ট প্রণালী, ইঞ্জিনের ব্রেক হর্ষ পাওয়ার পরীক্ষা, বিভিন্ন উপায়ে হর্ষ পাওয়ার নির্দেশ হইটওয়ার্থ প্যাচের তালিক, মেনস্কনেসান ফরমুল, স্মিথসোনিয়ান টেবল হইতে উদ্ধৃত কতিপয় এককের পরিচয়। উনত্রিংশ পরিচয়—(৪৯৭-৫.৪ পৃষ্ঠা ) । বেতার ও বেতার বাৰ্ত্ত। গ্রীষ্টীল—সিঙ্গল ভালভ –টু ভালভ-থি তালত,সেট। নির্ঘণ্ট—(৫• ৪–৫১২ পৃষ্ঠা । প্রাথমিক সাহায্য—( J•–19• পুষ্ট ) । - ইলেক্টিক ইঞ্জিনিয়ারিং সিলবাস ও সাঙ্কেত্তিক বৈদ্যুতিক চিহ্ন—{u•—দ• পৃষ্ঠ}