পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.సెస్సె বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক কাৰ্ব্বন (Carbon) ও অপরিচালক —তপ্ততা বৃদ্ধিতে ইহাদিগের বাধা কমিয়া যায়, অর্থাৎ উহাদিগের টেম্পারেচার কো-এফিলিয়েণ্ট নেগেটিভ বা বিয়োগবাচক । কার্বন ফিলামেণ্ট বাতির কাব্বনের শীতল অবস্থার বাধা উত্তপ্ত অবস্থার বাধার ১৬—২৪ গুণ । দেখা গিয়াছে একটি সাধারণ ঐ রূপ বাতির শীতল অবস্থার বাধা ছিল ৬• • ওম, এবং ভোণ্টেজ বা চাপ বাড়াইতে পাকিলে তাহার বাধা ক্রমশঃ কমিয়া ৭৫ ভোটে ২৮৮৭মে পরিণত হইয়াছিল, এবং ৯ • ভোণ্ট চওয়া পয্যন্ত ইহা ঐ রূপ ছিল, পরে ১৪• ভোণ্টে কণিয়া ২৯৩ ওম হইয়াছিল। গাটাপার্চ ও Žisol into ( India Rubber) 0°C এর বাধা ২৪°C এর বাধার যথাক্রমে ২৪ ও ৪ গুণ । ‘জির্কোনিয়) (Zirconia ) নামক পদার্থটি সাধারণ তপ্ততায় অপরিচালক কিন্তু অধিক তপ্ততায় পরিচালক । ইহা নাই। (Nernst ) বাতিতে থোরিয়া’র সহিত (Thoria ) মিশ্রিত হইয়া ব্যবহৃত হয়। . জির্কোনিয়া জির্কোনিয়ামের অক্সসাইড ও থোরিয়া থোরিয়ামের অক্সাইড। কভকগুলি বস্তুর তপ্ততার সহিত বাণার সম্বন্ধ ১৩৫ চিত্রে প্রদর্শিত হইল । { f \ চিত্র---১৩a • দ্রষ্টব্য। কোন বস্তুর বাধা উছার অাবনিক অবস্থা, ধমত, নিৰ্ম্মলতা, কাঠিষ্ঠ প্রভৃতির উপর নির্ভর করে। দেখা গিয়াছে তামার ঘনত৷ কমাইলে উহার বাধা বাড়িয়া যায়। তার গুলি চাপ প্রাপ্ত হই। কড়া হইলে বাধা বড়িযা যায় । নিৰ্ম্মল ধাতুর বাধা অপেক্ষ মিশ্র খাতুদিগের বাধা সবসময়েই অধিক ।