পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> so) বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক

  • ----------------

প্রদত্ত গেজগুলি ছাড়া অন্য গেজের তারের বাধা বাহির করিতে হইলে যে গেজের বাধা বাহিৰ কৱিতে চাইবে সেই গেজ অপেক্ষ ৩ গেজ কম ডারের বাধাকে দ্বিগুণ করিলেই হইবে। যথা –১৮ গেজের বাধা( أt8ة ة قc5ft هد)x ه = (مساد) لاه : এভক্ষণে আমরা যে কোন তারের বাধা হিসাব করিতে ও তারটি যদি তামার হয় তাহা হইলে উহা গেজ অনুযায়ী নিৰ্ব্বিঘ্নে কত প্রবাহ (আম্প) বহন করিতে পারে সে বিষয়েরও কিছু ধারণা করিতে সক্ষম হইয়াছি। কিন্তু এগুলি কিছু বিস্তাবুদ্ধি ও মস্তিষ্কের কার্য দরকার করে, স্বতরাং শিক্ষিত ব্যক্তি ব্যতীত অপরের দ্বারা কিরূপ কার্য্যে কিরূপ গেজের তার প্রয়োজন তাহ নিৰ্ধারিত হইতে পারে না। এবং যদিও শিক্ষিত ব্যক্তি এই নিৰ্দ্ধারণ কর্ষ্যে সক্ষম বটে, ইহা হিসাবের কার্য্য বলিয়৷ কিছু সময় সাপেক্ষ । সময় বঁাচাইবার জন্ত এবং যাহাতে যে কোন ব্যক্তির দ্বারাও এ কার্য চলিতে পারে, সেইজন্ত, তার হিসাবের একটি যন্ত্র নিৰ্ম্মিত হইয়াছে, #To autoitat of cow (Wireman's Calculating Gwuge ) বলে এই যন্ত্রটির সাহায্যে কত ফুট তারের মধ্য দিয়া কত আমপেঃার প্রবাহ পাঠাইতে হইবে এবং তাছার চাপ বা ভোণ্টেজ (voltage) কত এবং ঐ ভোণ্টেজের কক্ত অবনতি বা হ্রাস ( drop or loss ) হইতে দেওয়া যাইতে পারে এগুলি জানা থাকিলে তৎক্ষণাৎ কত গেজের (B & S) তার ব্যবহার করিতে হইবে, তারটি ঠিক প্রয়োজন মত গেজের কিনা এবং উহা নিৰ্ব্বিঘ্নে কত আমপেয়ার প্রবাহ বহিতে পারে সেগুলি নিৰ্দ্ধারিত হইয়া যায়। যন্ত্রটি ১৩৮ ও ১৩৯ চিত্রে দর্শিত হইয়াছে । ১৩৮ চিত্র বস্তুটির সম্মুখ ও ১৩৯ চিত্র উহার পশ্চাদ্ভাগ। যন্ত্রটির সম্মুখ ভাগে দেখা যাইবে ধে দুইটি বৃত্ত আছে, তন্মধ্যে বড় বৃত্তটিতে আমপেয়ার (Amp ) ও ছোট বৃত্তে ফুট, ভোল্টেজ ও অধিকতম ভোণ্টেজ হ্রাস লেখা আছে। এই ছোট বৃত্তটিকে