পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক * ३२ ১৪৮চিত্রে একটি সাধারণ হ্যাও-টচ লাইটের আকৃতি দেওয়া হইয়াছে। এই হ্যাও টচ বাতি একটি বা ততোধিক প্রাইমারি সেলের (ড্রাই বা শুষ্ক ) সংযোগে বিদ্যুৎ প্রস্তুত করিয়া উছার মধ্যস্থিত ইনক্যাণ্ডিসেন্ট বান্ধটিকে প্রজ্জলিত করে। ইহাদের মধ্যে এমন টচও দেখা যায় যাহাদের রোসনাই দেড় হাজার ফুট পৰ্য্যস্ত যায় । পথে ঘাটে ইহার বেশ কার্যোপযোগী হয় । ইহাদের ব্যাটারি প্রায় ৭ হইতে ২০ ঘণ্টা পৰ্য্যস্ত বৈদ্যুতিক শক্তি দানে সমর্থ হয়। ব্যাটারিগুলি অধিক পুরাতন হইলে, তাহাঁদের শক্তি কার্ষ্যে ব্যয়িত না হইয়াই অপচয় হইয়া যায় । সুতরাং ঐ বাতিকে বিদেশে ( যেখানে ব্যাটারি পাওয়া যায় না ) লইয়া বাষ্টতে হষ্টলে নুতন ব্যাটারি সংগ্ৰহ করিয়া লইয়া যাওয়াট চিত্ৰ—১৪৮ বিধেয়। ব্যাটারি বাজারে খরিদ করিতে পাওয়া যায়। ১৪৯ চিত্রে একটি ক্যাবিনেট ইলেক্টিক উনান বা বৈদ্যুতিক ডনান আছে। ইহার সহিত জাবার খাদ্য দ্রব্যাদি গরম রাখিবার জন্ত হুটু-চেষ্টও আছে । ঐ উনানে খাদ্যদ্রব্যাদি প্রস্তুত করিয়া পরে পাশ্বস্থিত হুটুচেষ্টের মধ্যে রাখিয়া দিলে খাদ্যাদি শীঘ্র শীতল হয় না । এই উনানের বিদ্যুৎ প্রবাহক তার এক প্রকার উচ্চ-উত্তাপ সহনশীল ধাতুর দ্বারা নিৰ্ম্মিত।