পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ বিদ্যুৎ-তত্ত্ব Rశా এই তারকে বৈদ্যুতিক ভাষায় এলিমেণ্ট (Element) বলা যায়। এইরূপ ক্যবিনেট উনান দেখিতে স্বন্দর ও ঘরের আসবাবরূপে বিরাজ করে। ১s • চিত্রে একটি বৈদ্যুতিক উনানের আকৃতি দেওয়া হয়েছে ইহাতে কেবলমাত্র দুইটি গরম করিবার এলিমেণ্ট আছে, ইষ্ঠাতে একত্রে দুইটি সাধারণ উনানের কার্য্য रुझेrछ श्रांtद्र । झेशंद्रt झछेচেষ্ট উনানের নিম্নে স্থাপিত । ১৫১ চিত্রে একটি বৃহৎ বৈদ্যুতিক উনান সমষ্টি দর্শিত হইয়াছে । ইহাতে এক সঙ্গে অনেকগুলি উনানের মুখ আছে, ইঙ্গর দ্বারা অনেক প্রকারের রন্ধন একত্রে করা যাইতে পারে। উহার বৈদুতিক শক্তি বাহক "এলিমেণ্ট" অর্থাৎ ইট, আয়ার ঠিক পূর্ব বর্ণিত উনানের স্কায় । ১৫২ চিত্রে একটি ছোট উষ্ণ করিবার উনান দর্শিত হইয়াছে। এই উনানের দ্বারা বেকিং ও রুট টোষ্ট প্রভৃতি প্রকারের কাৰ্য্য বেশ সুচারু রূপে সম্পন্ন হইতে পারে। ১৫৩ চিত্রে একটি গৃহ উষ্ণকারী রেডিয়েটারের আকৃতি দর্শিত হইয়াছে। শীতপ্রধান দেশের পক্ষে ইহা অতীব প্রয়োজনীয় দ্রব্য। ইহার উষ্ণ করিবার তার বা "ফিলামেণ্ট" উনানের তারের