পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ব শিক্ষক 为象8 ו sוע5 এষ্ট রেডিয়েটার ব্যতীত আরো অনেক প্রকার রেডিয়েটার প্রস্তুত হয় তাহাদের চিত্র এখানে স্থানাভাব বশতঃ দেওয়া হয় নাই । fSā->&రి ১৫৪ চিত্রে একটি তরল পদার্থ উষ্ণ করিবার কেটলীর ছবি দেওয়া হইয়াছে । এই কেটলীর নিম্নভাগে ভিন্ন কোটরে একটি বিদ্যুৎ প্রবাহক এলিমেণ্ট আছে। বিদ্যুৎ লাইনের সহিত সংযোগ করিয়া দিলেই এই “এলিমেণ্ট” উষ্ণ ছষ্টয়া উপর কোটরস্থিত জল প্রভৃতি তরল পদার্থকে উষ্ণ করে । ইহার দ্বারা চা প্রস্তুতের উষ্ণ জল অনায়াসে প্রস্তুত হইতে পারে। ১৫৫ চিত্রে একটি "ছটুপ্লেটের” আকৃতি দেওয়া হইয়াছে ইহাতে রুটি প্রভৃতি প্রস্তুত করা যায় । পাউরুটি টোষ্ট করা যায়। এই সকল উষ্ণকারী দ্রব্যের এলিমেণ্ট নষ্ট হইয়৷ গেলে বাজারে ক্রয় করিতে পারা যায় । ইহা বিশেষ লক্ষ্য রাখা কৰ্ত্তব্য যে যখন এইসকল উষ্ণকারী উনান অধিক উত্তপ্ত হয়, তখন উহাদের বিদ্যুৎ প্রবাহ বন্ধ রাখা প্রয়োজন নতুবা এলিমেণ্ট পুড়িয়া যাইবার বিশেষ সম্ভাবনা ।