পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক જન્મ প্রত্যেক পাকটিই চুম্বকের উপর একরূপ ফল উৎপাদন করিবে। সুতরাং সমস্ত পাকগুলির সমগ্র ফল পাকের সংখ্যা অনুপাতে বাড়িয়া যাইবে } চুম্বকের উপর প্রবাহের ফল পরিমাণ প্রবাহের বেগ অনুসারে হয়, অর্থাৎ বেগ যতগুণ অধিক হইবে ফলের পরিমাণও ততগুণ অধিক হইবে । এখন যদি একটি মাত্র চুম্বক স্বচ ব্যবহার না করিয়া এষ্টাটিক পেয়ার ব্যবহার করা যায় তাহা হইলে ঘুরিবার সময় পৃথিবী তাঙ্গাদের ঘূর্ণনে কোনরূপ বাধা দিবে না, স্বতরাং প্রবাহ হেতু যতটা পরিমাণ ঘূর্ণন হইতে পারে তাহা হইবে। তবে এষ্টাটিক পেয়ারের দুইটি চুম্বককেই কয়েলের মধ্যে রাখিলে কোনরূপ ফল দেখিতে পাওয়া যাইবে না, কারণ একটি চুম্বকের উপর যে ফল হইবে, অপরটির উপর ঠিক তাহার সমপরিমাণ বিপরীত ফল হইবে, সুতরাং এই দুইটিতে কাটিয়া যাইবে । সেইজন্য এই পেয়ারের একটি চুম্বককে কয়েলের মধ্যে ও অপরটিকে কয়েলের বাহিরে রাখিঃ স্থাপন করিতে হয় (চিত্র ১৬৬) । ইহাতে কয়েলের প্রত্যেক অংশের মধ্যস্থিত চুম্বকের উপর একইরূপ এবং উপরিস্থ " ســلـسـ 5 n 王日 বাহিরের চুম্বকের উপর কয়েলের উপঃদিকের তার 视 o, গুলির ফল পূৰ্ব্বঙ্কলেরই মত, কেবলমাত্র কয়েলের চিত্র—১৬৬ নিম্নদিকের তাঁরগুলির ফল এই চুম্বকের উপর পূৰ্ব্বফলের বিপরীত, কিন্তু তাহাও আবার এই তারগুলি ঐ চুম্বক হইতে সৰ্ব্বাপেক্ষ অধিক দূরে স্থিত বলিয়া পরিমাণে অতি অল্প । সুতরাং পূৰ্ব্বফলটিই পরিলক্ষিত হইবে । প্রবাহ দ্বারা চুম্বকের ঘূর্ণন—এই ফলটি গ্যালভানোমিটার (Galvano meter) প্রভৃতি কতিপয় যন্ত্রে প্রবান্ধের বেগ প্রভৃতি মাপিৰার জন্য ব্যবহার হয় । প্রবাহেল্প চুম্বক +Trøy (Magnetic field of a current ) -এখন দেখা যাউক প্রবাহের চুম্বক রাজ্য কিরূপ হয়।