পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aఠీ: বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ১ । প্রবাহবাহী একটি তারকে লৌহচুরের মধ্যে রাখিয়া তুলিলে দেখিতে পাওয়া যাইবে যে তারের গায়ে চতুর্দিকে লোহচর आक्लहे इहेब्र জড়াইয়া থাকে, ঠিক যেন ও'হারা চুম্বক ఫ్గ কর্তৃক আকৃষ্ট হইয়া আছে। এবং ঐ চিত্র—১৬৭ তারের মধ্য দিয়া প্রবাহ বন্ধ করিয়া দিলে আকৃষ্ট লৌহচুরগুলি তার হইতে খসিয়া পড়িয়া যায়, চিত্র ১৬৭ ৷ ২ । একটি পিজবোর্ডের মধ্যস্থলে ছিদ্র করিয়া একটি তার চালাইয়া দিয়া, ঐ পিজবোর্ডের উপর কিছু লৌহকুর সমভাবে ছড়াইয়া দিয়া ঐ তারটির উপরদিক ও নীচের দিক সেলের সহিত সংযুক্ত করিয়৷ তারের মধ্য দিব প্রবাহ পাঠাইলে এবং তলদেশ হইতে পিজবোর্ডে আস্তে আস্তে টোক মাৰিলে দেখা যাইবে লেী চুরগুলি চিত্র—১৬৮ তারের চতুর্দিকে এক-কেন্দ্রি বৃত্তাকারে সজ্জিত হইয়া যায়। এই বৃত্তগুলি চুম্বক বলরেখা নির্দেশ করিতেছে, চিত্র ১৬৮। উল্লিখিত পরখৰয় হইতে প্রমাণু হয়, প্রবাহ বহনকারী তারের চতুদিকে চুম্বক রাস্থ্য উৎপন্ন হয়। এই চুম্বক রাজ্য উৎপন্ন হয় বলিয়া পিজবোর্ডে স্থিত লৌঙ্গচূরগুলি এই চুম্বক রাজ্যে থাকা হেতু চুম্বকে সম্ভাবিত হয়। এই সম্ভাবিত ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকগুলি বৃত্তাকার বলরেখায় *স্পর্শ-জ্যা” ( Tangent ) ভাবে সজ্জিত হয়। এবং আমপেয়ারের নিয়মানু্যায়ী যদি কোন সন্ত- , - রণকারীকে এই সম্ভাবিত இ)-f= চুম্বকের দিকে মুখ করিয়া . চিত্র—১২৯ প্রবাহের দিকে সাতার দিতে অনুমান করা যায় তাহা হইলে N-মেরু তাহার বামহস্তের দিকে যাইবে—ইহা হইতে বলরেখার দিক নিৰ্দ্ধারণ করা যায়। অতএব একটু চিন্তা করিলেই ইছা হইতে এই নিয়ম