পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ • اردII] ইলেকটিক ইঞ্জিলিক্সাব্লিথ সিলবাস । ইলেক্‌টিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা করিতে হইলে শিক্ষার্থীর নিম্নলিখিত সিলাবাস মত জ্ঞানার্জন করা প্রয়োজন । দি ইণ্ডিয়ান অটোমবাইল ইন্‌ষ্টিটিউটের ছাত্রদিগকে এই মত শিক্ষা দেওয়া হয়। } | || \9 | b & |

  • |
  • |

br I > || е >> || > R | ১৩ । > 8 | S (1 | > * | Y " | বিদ্যুৎ সম্বন্ধীয় প্রাথমিক জ্ঞান । চুম্বক সম্বন্ধীয় প্রাথমিক জ্ঞান। চুম্বক ও বিদ্যুতের সম্বন্ধ । বৈদ্যুতিক বিষয়ক কল কাজ প্রস্তুত ও তাহদের চিত্র অঙ্কন । বৈদ্যুতিক যন্ত্রাদি প্রস্তুতের সামগ্ৰী সকল ও ব্যবহার । প্রাথমিক গতি প্রদায়ক গতিদ (মোটর)এর অল্পমান ও ব্যবহার। বৈদ্যুতিক ইউনিট ও হিসাব সমূহের জ্ঞান । কলকব্জ। সমূহের হিসাব সংক্রান্ত অঙ্ক শাস্ত্র । পরিমাপক যন্ত্রাদির অনুমান, ব্যবহার ও হিসাব । চলনশীল কলকব্জার অংশ সকলের ব্যবহার ও যত্ন । বৈদ্যুতিক যন্ত্র সকলের রোগ বিচার ও চিকিৎসা । জীবশ্যকাকুযায়ী কলকজা বসাইবার হিসাব করিবার জ্ঞান । কারখানার কলক জ। প্রস্তুত ও মেরামতের জ্ঞান । ব্যাটারি ও তাছাদের ব্যবহার ও যত্ন । বৈদ্ধ্যুতিক শক্তি সরবরাহের উপাদান বিষয়ক জ্ঞান । গৃহে বা ঐরূপ কোন স্থানে তার খাটান ও খরচ হিসাব । বিদ্যুৎ সংক্রান্ত আইন।