পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক *8伊 পারে। লৌহের এই গুণকে প্রেরণ-ক্ষমতা বা পারমিএবলিটী ( Permeability ) বলে । বায়ুব সহিত তুলনায় সমবিস্তৃতির লৌহের মধ্যে যতগুণ বলরেখা উৎপন্ন হইতে পারে, তাহাক লৌহের প্রেরণ-ক্ষমতা বলে। অতএব দেখা যাইতেছে বাযুর প্রেবণ-ক্ষমতা ১ ও অন্তান্ত বস্তুর প্রেরণ-ক্ষমতা ইহার সস্থিত তুলনায় বাহির করা হয়। যে বস্তুর প্রেরণক্ষমতা অধিক, কোন চুম্বকরাজ্যে তাহার মধ্যে অধিক সংখ্যক বলরেখা উৎপন্ন হয়, অর্থাৎ তাহ চুম্বকে পরিণত হয়। এই জন্যই কয়েল উৎপন্ন রাজ্যে লৌঙ্গ রাখিলে লৌহটি চুম্বকে পরিণত হয়। লৌহের এই চুম্বকত্বের তেজ উহার প্রেরণ-ক্ষমতার উপর নির্ভর কবে । উহার প্রেরণ-ক্ষমতা যত অধিক হইবে উহা ততই তেজাল চুম্বক হইবে। আবার রাজ্যের তেজ কয়েলের পাক সংখ্যা ও তাছাদের মধ্য দিয়া প্রবাহের বেগের উপর নির্ভর করে। স্বতরাং বৈদ্যুতিক চুম্বক সম্বন্ধে নিম্নলিখিত নিয়মগুলি পাওয়া যায় । ১। বৈদ্যুতিক চুম্বকের তেজ প্রবাহের বেগের অনুপাতে হয় (যতক্ষণ লেংটি সামান্ত চুম্বকত্ব প্রাপ্ত হইয়াছে ও প্রবাছের তেজ কম ততক্ষণ এই নিয়মটি চলে ) । t ২ । বৈদ্যুতিক চুম্বকের তেজ পাকসংখ্যার অনুপাতে হয় (এই নিয়মটি যতক্ষণ (ক) চুম্বকটি পূর্ণত্ব প্রাপ্তি হইতে অনেক দূরে ও (খ) প্রবাহেৰ বেগ একইরূপ অর্থাৎ পাকসংখ্যা বৃদ্ধি দ্বারা তারের দৈর্ঘ্য বৃদ্ধি হেতু বাধা যদি না বাড়ে, ততক্ষণ চলে ) । উল্লিখিত নিয়মম্বয়কে একত্র করিলে বৈদ্যুতিক চুম্বকের তেজ জামপেয়ার-পাকের ( Ampere turns ) অনুপাতে হয় । আমপেয়ার পাক বলিতে আমপেয়ার× পাকসংখ্যা বুঝায়। অসুৰ ঘদি চুম্বক মেরুর তেজ হয় m, প্রবাহ বেগ হয় c সামপেয়ার ७ *ांकन६५Tी इग्न n, उठांश इऍ८ट :