পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¥}0! বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক m - Kx Cn K= অপরিবর্তনীয় গুণক যাহা লৌহের আকৃতি প্রকৃতির ( অর্থাৎ প্রেরণ ক্ষমতা প্রভৃতির ) উপর নির্ভর করে । ৩। “বৈদ্যুতিক চুম্বকের তেজ করেলের তারের স্থলত বা পদার্থের উপর নির্তর করে না।” ৪ । প্রবাহ বেগ ঠিক থাকিলে চুম্বকের তেজ কয়েলের ব্যাসের উপর নির্ভর করে না (অবগু কয়েলের দৈর্ঘ্যের তুলনায় ব্যাস ছোট হওয়া চাই ও লৌহ যেন কয়েলের দৈর্ঘ্য অপেক্ষা বড় হয় যাহাতে উহার শেষভাগ কয়েল হইতে বাছির হইয়া থাকে ) । আমপেক্সারের চুম্বকত্রের অনুমান (Ampere's theory of magnetism ) :-cool f”Histē zintratè *trin সৰ্ব্বতোভাবে একটি চুম্বকের মত। ইগ হইতে আমপেয়ার অঙ্কুমান করিয়া গিয়াছেন যে চুম্বকত্বের কারণ প্রবাহ। তাহার অম্বুমান অনুযায়ী চুম্বকের প্রত্যেক অস্থপরমান্থগুলির উপর দিয়া বৃত্তাকারে সর্বদা প্রবাহ বহিতেছে । চুম্বকীভবনের পূৱে এই জয়পরমান্থগুলি এরূপ বিশৃঙ্খল ভাবে সজ্জিত খাকে যে একের প্রবাহ অপরের বিপরীত প্রবাহ দ্বারা নষ্ট হইয়া, বায়, স্বতরাং সাধারণ লৈছে চুম্বকত্ব দৃষ্ট হয় না। কিন্তু যখন অন্থগুলি এরূপ ভাবে সজ্জিত হয় যে সকল বা অধিকাংশ আন্থগুলির প্রবাহ একই দিকে অর্থাৎ সমান্তরাল ভাবে বৃত্তাকারে বহিতে থাকে তখন লৌহের মধ্যে চুম্বকত্ব দৃষ্ট হয়। যত অধিক সংখ্যক অন্থ এইরূপে একই ভাৰে গজ্জিত হইবে, চুম্বকত্বের তেজ ততই অধিক হইবে অর্থাৎ লৌহটি ততই চুম্বকত্বের পূর্ণত্ব প্রাপ্ত হইবে । এখন এই পৃথক পৃথক অন্থগুলির উপর দিয়া প্রবাহিত বৃত্তাকার প্রবাহগুলিকে একত্র করিলে উহার লৌহ খণ্ডের উপর দিয়া প্রবাহিত বৃত্তাকার প্রবাহের সামিল ( চিঞ্জ-৪৬, ৪৭ )। যদিও এই চিত্রে দেখা যাইতেছে যে লৌহের উপর দিয়া প্রবাহ সৰ্ব্বত্র একই দিকে ०० वेि