পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

26:4) y বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক sfsrs *ÞÁTRA fsf...Rl vefnl, Ti Isfasfs ( Rotary motion ) অর্থাৎ সৰ্ব্বদা কোন একদিকে ঘুরিতে থাকা হেতু সৰ্ব্বদা বলরেখা ছেদন দ্বারা অনবরত ই, এম, এফ, ও সম্পূর্ণ পথ হইলে প্রবাহ সম্ভাবিত হইতে পারে বটে, কিন্তু যাতায়াত গতি ও তাছার উপযুক্ত রাজ্য উৎপাদন করা দুঃসাধ্য বলিয়া, অনবরত ই, এম, এফ, ও প্রবাঙ্ক পাইতে হইলে সহজসাধ্য ঘূর্ণন গতি দ্বারা পাওয়া হয়, যথা, ডায়নামে । ঘুর্ণন গতিতে রাজ্যের তেজ সৰ্ব্বত্র সমভাব হউক বা নাই হউক তাহাতে কিছু আগে যায় না। আবার রাজ্যের মধ্যে ফাসের ঘূর্ণন দ্বারাই যে বলরেখার সংখ্যা পরিবৰ্ত্তিত করিতে হইবে তাহা নহে, ফাসকে ঠিক রাখিয়া রাজ্যোৎপাদক চুম্বক বা উহার সামিল কোন প্রবাহবাহী কয়েলকে দূর হইতে ফাসের নিকটে বা নিকট হইতে দূরে লইয়া যাইতে থাকিলে ফাঁসের মধ্য দিয়া বলরেখারর সংখ্যা পরিবর্তন হেতু ই, এম, এফ, ও প্রবাহ সম্ভাবিত হইতে পারে। আবার একটি ফাস ব্যবহার না করিয়া যদি সিরিজে সংযুক্ত কতকগুলি ফাস (যথা একটি কয়েল) ব্যবহার করা যায়, তাং হইলে কয়েলের শেষভাগদ্বয়ের মধ্যে সম্ভাবিত ই, এম, এফ, এর পরিমাণ পাকের সংখ্যামুপাতে বাডিয়া যায়, কারণ প্রত্যেক ফাসটিতেই ই,এম, এফ, সম্ভাবিত হয়। চুম্বকদ্বারা soot-so (Induction by a magnet) :একটি চুম্বক মেরুকে কয়েলের নিকটে জানিতে বা নিকট হইতে তফাতে লইয়া যাইতে থাকিলে কয়েলের মধ্যে ই, এম, এফ, সম্ভাবিত হয়। করেলের শেষভাগদ্বয় গ্যালভানোমিটারের সহিত সংযোগ করিলে উহার মধ্য দিয়া বৈদ্যুতিক পথ সম্পূর্ণ হয় এবং কয়েল ও উহার মধ্য দিয়া প্রবাহ বছে। এই প্রবাহ হেতু গ্যালভানোমিটারের চুম্বক ঘুরিয়া যায় এবং চুকের এই ঘূর্ণনের দিক হইতে প্রবাহের দিক নির্ধারণ কৰা যাইতে পারে। এইভাৰে পরীক্ষা করিলে দেখা যাইবে যে একটি N মেরুকে কয়েলের দিকে জানিতে থাকিলে, কয়েলে যে প্রবাহ সম্ভাবিত হয়,