পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ব শিক্ষক । ove AASAASAASAASAA AAAA AAAA AAAA AAAASASASS এই অগ্নিস্ফুলিঙ্গের কারণ এই যে, এই উন্মোচনকালীন সম্ভাবন কালে ষে একইদিকে বহমান প্রবাহ স্বাক্ট হয় তাহার কারণ পূৰ্ব্বে যে দিকে ভেণ্টেজ ছিল সম্ভাবন দ্বারা সেই দিকে ভোণ্টেজ উৎপাদিত হয় এবং পথ কাটিবার সময় হঠাৎ প্রবাহ বন্ধ হইবার উপক্রম হয় বলিয়া বলরেখার দ্রুত পরিবর্তন হেতু এই সম্ভাবিত ভোণ্টেজ অত্যন্ত অধিক হয় এরং ইহার সহিত পূৰ্ব্ব ভোণ্টেজ মিলিয়া উহা আরও কিছু পরিবৰ্দ্ধিত হয় এবং উন্মোচনের প্রথম অবস্থায় বিভক্ত পথের মধ্যে ব্যবধান অতি অল্প বলিয়া এই উন্নত ভোণ্টেজ বা চাপ হেতু বিদ্যুৎ ভগ্নস্থানের পাতল বায়ুস্তরের রোধকতা উল্লঙ্ঘন করিতে সক্ষম হয়। এই সময় সশন্ধে অগ্নিস্ফুলিঙ্গ হয়, ইহাকে উন্মোচনকালীন অগ্নিস্ফুলিঙ্গ (Spark at break) বলে । দ্রষ্টব্য :–অপরিচালকের রোধকতা উল্লঙ্ঘন সময় সশব্দে অগ্নিস্ফূলিঙ্গ ওরা অর্থাৎ শৰা, উত্তাপ, আলোক শক্তি উৎপাদিত হইবার কারণ এই যে অপরিচালকের রোধক গুণ হেতু উহার মধ্যস্থ কোন স্থানদ্বয়ের মধ্যে বৈদ্যুতিক চাপ পার্থক্য বা ভোল্টেজ থাকিলেও উহা প্রবাহ রদ করিতে সক্ষম হয়। ভোণ্টেজ অতিক্রম করিয়া প্রবাহ রুদ কয়িতে হইলে উহাকে সমপরিমাণ বিপরীত চাপ (reaction or opposing influence) দিতে হয়, তজ্জ্বস্ত উহার অবস্থান্তর (Strain) ঘটে। স্বতরাং স্থানদ্বয়ের মধ্যে চাপ পার্থক্য বা ভোণ্টেজ যতই বাড়িতে থাকিবে উহাদের মধ্যস্থ অপরিচালকের ততই,উত্তরোত্তর অধিক পরিমাণে অবস্থান্তর ঘটিতে থাকিবে। কিন্তু অপরিচালক DBB BB BBBBBB BB BBBBB BBS DDS BBDSDD BB DDBBB হইয়া যায় এরূপ প্রকারের ভোণ্টেজ হইলে উই আর সহ করতে পারে না, উহার রোধ-ক্ষমত ভগ্ন হয় ও বিদ্যুৎ বেগ উল্লঙ্ঘন করে। এই রোধ-ক্ষমতা ভগ্নকালে শব্দ হয় যেমন ফুটবলের ব্লাডারের মধ্যে ক্রমশ: বায়ু প্রবেশ করাইতে থাকিলে উহার অন্তর্ভাগ ও বহির্ভাগের মধ্যে চাপ পার্থক্য ঘটিতে থাকে ও তজ্জন্য উহার অবস্থান্তর ঘটতে থাকে অর্থাৎ উহ ফুলিতে থাকে এবং এই অবস্থাস্তর হেতু উহার মধ্যস্থ বায়ুকে উন্টাদিকে চাপ দিয়া আটক করিয়া রাথিতে সক্ষম হয় । কিন্তু যখন উহ ফুলিবার সীমায় পৌছায়, তখন ভিতরের বায়ুর চাপ একটু বাড়িলেই আর উহ। আটকাইতে সক্ষম হয় না, বায়ু উহাকে ফাটাইং অর্থাৎ উহার আটক করিবাৰ ক্ষমতাকে ভগ্ন করিয়া সশব্দে নির্গত হইয়া যায়। অপরিচালকের রোধ ক্ষমতা ভগ্নকালে ইহার অনুগুলি অত্যন্ত আলোড়িত হওয়া হেতু উহা এত উত্তপ্ত হয় যে তাহতে তারের শেষ ফাগ বাষ্পীভূত হইয়া তারদ্বরের শেষ ভাগদ্বয়ের মধ্যে বাষ্পীয় ধাতব পথ উৎপন্ন করে—এই প্রজ্জ্বলিত ধাতব বাস্পই স্পার্ক বা অগ্নিস্ফুলিঙ্গরূপে দৃষ্ট হয়।