পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচয় । এখন আমরা একটি সম্ভাবন যন্ত্রের উল্লেখ করিব, ইহাকে ট্রান্সফৰ্ম্মার বলে । ইহার কার্য্য ভোণ্টেজ হ্রাসবৃদ্ধি করা । সচরাচর যে সকল ট্র্যান্সফৰ্ম্মারে অগ্নিস্ফুলিঙ্গের নিমিত্ত ভোণ্টেজ বাড়ান হয় তাহাকে ইণ্ডাকসান কয়েল বলে এবং যে গুলিতে অন্য কোন কাৰ্য্যের জন্য, যথা, দূরস্থানে শক্তি সরবরাহে অপচয় কমাইবার জন্য, ভোল্টেজ বুদ্ধি বা প্রয়োজন অনুসারে হ্রাস করা হয় তাহাদিগকে ট্র্যান্সফৰ্ম্মার বলে।

  1. est=s*tts =sco-stècafèe (Induction Coil, Wibrating)ঃ—২১৬চিত্রে ভাইব্রেটিং ইণ্ডাকসান কয়েলের কাঠাম ও ২১৭ চিত্রে উচার : আভ্যন্তরিক গঠন দেখান হইয়াছে । ইহা কন্টিনিউয়াস কারেন্ট, যথা, ব্যাটারির সহিত ব্যবহৃত হইতে পারে আবার অলটারনেটিং কারেন্টের সদ্ভুিতও ব্যবহৃত হয়, যথা, ফোর্ড গাড়িতে। . চিত্র —২১৬

প্রাইমাষ্ট্ৰী কক্সেল ও লৌহখণ্ড-২১গুচিত্রে Pপ্রাইমারী কয়েলটি মোট তারের অল্পসংখ্যক পাকবিশিষ্ট এবং ইহা Iলৌহখণ্ডটির উপর জড়ান ও ইছার শেষভাগদ্বয় ৪—৬ ভোল্ট বাটারির সহিত স্বইচদ্বারা সংযুক্ত করিতে হয়। প্রাইমারী কয়েলের মধ্যে এই লোহখণ্ডটি (I) ব্যবহারের উদ্দেশ্য এই যে প্রাইমারী কয়েল দিয়া প্রবাহ যাইতে থাকিলে যে বলরেখা উৎপন্ন হয় ভtহাদের সংখ্যা এই লৌহটি থাকা হেতু অত্যধিক পরিমাণে বাড়িয়া যায়, স্বতরাং অত্যন্ত প্রখর রাজ্য স্বই হয় ও প্রাইমারী কয়েলের প্রবাহ বন্ধকালে এই অত্যধিক সংখ্যক বলরেখা হঠাৎ নাশ্ন প্রাপ্ত