পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক טיף ל


এইরূপ অধিক চাপের কম প্রবাহে পরিণত করিবার অপর একটি সুবিধা এই যে প্রবাহ কম বলিয়া সরু তার ব্যবহার করা চলে, সুতরাং তামার খরচ কম হয় ৷ যথা :--- কোন স্থানে হয়ত ৪৪• ভোলটে ১২ আমপেয়ার প্রবাহ প্রয়োজন এবং ইহা ১• মাইল দূর চইতে সরবরাহ করিতে হইবে ও তথায় যেন, ঠিক এইরূপই উৎপাদিত হইতেছে। এই দশ মাইল পথ লইয়া যাইবার জন্য উৎপাদন স্থানে পরিবর্তকের সাহায্যে ইহাকে ৫২৮• ভোলটের ১. আমপেয়ার প্রবাহে পরিণত করিয়া পুনরায় শক্তি ব্যয়ের স্থানে ইহাকে ৪৪• ভোলাট ১২ আমপেয়ার প্রবাহ করা যাইতে পারে। অতএব দেখা যাইতেছে যে ট্র্যান্সফরমারের কার্য্য ইণ্ডাক্সান কয়েলের দ্যায়, কেবলমাত্র প্রভেদ এই যে ট্রান্সফৰ্ম্মার সচরাচর আলটার্ণেটিং কারেন্টের ভোলটেজ বুদ্ধি (Step up) বা ভোলটেজ হ্রাস (Step down) করিবার জন্য ব্যবহৃত হয় কিন্তু ইণ্ডাকসান কয়েলে ভোলটেজকে এরূপ বৰ্দ্ধিত করা হয় যেন স্পার্ক হয় এবং ইহা অলটার্ণেটিং ও কণ্টিনিউয়াস উভয় প্রকার কারেন্টের সহিত ব্যবহার হয়—কেবলমাত্র কন্টিনিউয়াস কারেন্টের সময় কণ্ট্যাক্টমেকার ও ব্রেকার প্রয়োজন হয় । p o ম্যাগ্রেটো ঃ—যেমন প্রাইমারী ও সেকেণ্ডারী ব্যাটারি হইতে প্রবাহ পাওয়া যায় সেইরূপ ম্যাপ্লেটো o (২২• চিত্র) ও ডায়নামে হইতে প্রবাছ পাওয়া যাইতে পারে। ডায়নামোক্স সহিত ম্যাগনেটের কার্য্যের বিশেষ পার্থক্য নাই—ডায়নামোর রাজ্য-চুম্বক ఢాణాగా" - অস্থায়ী কিন্তু ম্যাগনেটোর চুম্বক স্থায়ী । চিত্র – ২২ • ২২১ চিত্রের ডায়নামো ও ২২২ চিত্রে ম্যাগনেটেfর গঠন দর্শিত হইল । এখন ম্যগ্রেটোর বিষয় বলা হইবে ।