পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক b ղ* সম্ভাবন হইবামাত্র প্রাইমারী কয়েলের বিচ্ছেদ স্থানের বিচ্ছেদকালীন অগ্নিস্ফুলিঙ্গ কণ্ডেন্সার দ্বারা রদ করা হয়, ও সেকেণ্ডারী কয়েলে অত্যধিক ভোলটেজ সম্ভাবিত হয় ও তন্ধেতু সেকেণ্ডারী কয়েলের শেষভাগৰয়ের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ হয়। এই অত্যধিক ভোলটেঙ্গ হেতু স্পার্ক হয় বলিয়া ইহাকে হাই-টেনসান ম্যাগ্নেটো বলে এবং সেকেণ্ডারী কয়েলকে কেহু কেহ হাই-টেনসান কয়েল বলে । উল্লিখিত চিত্র গুলিতে আরও দৃষ্ট হইবে যে ৭ অবস্থায় এইপ্রকার সম্ভাবন হয়, তবে প্রবাহ বিপরীত দিকে উৎপন্ন হয়—অর্থাৎ ইহাতে অলটার্ণেটিং কারেণ্ট স্বঃ হয়, কিন্তু তাহাতে কাৰ্য্যের কোন হানি হয় না, কারণ কেবল মাত্র—অগ্নিস্ফুলিঙ্গ প্রয়োজন । অতএব দেখা যাইতেছে যে আর্শ্বেচারের একবার ঘূর্ণনে দুইবার ফলদায়ক সম্ভাবন হইয়া দুইবার অগ্নিস্ফুলিঙ্গ হয় । সচরাচর সেকেণ্ডারী কয়েলের আভ্যন্তরিক শেষভাগ প্রাইমারীর একশেষ ভাগের সহিত সংযুক্ত হয়, প্রাইমারীর অপর শেষভাগ আমেচারের লৌহখণ্ডের সহিত সংযুক্ত হয়, সুতরাং ম্যাগনেটোর লৌহ বা বডি (শরীর ) সেকেণ্ডারীর এক শেষভাগ ও উহার বাহিক শেষভাগটী অপর শেষভাগ । উপরে যে প্রকার ম্যাগনেটো বর্ণিত হইল তাহাতে আৰ্ম্মেচার ঘোরে ও চুম্বকপোল স্থির থাকে,—রোটেটিং wivábíž öfðr' (Rotating armature type) I Cosa cota. %; ম্যাগনেটোতে আৰ্ম্মেচার স্থির থাকে, o চুম্বক পোল ঘোরে, তাহাকে ‘পোলার È sięữłą Biềo’ (Polar Induc--- tor type) বলে, ইহার ছেদ-দৃপ্ত } क्लिब-२७२ ২৩২ ও ২৩৩ চিত্রে দর্শিত হইল । ২৩২ চিত্রে বলরেখাগুলি কিরূপ পথ দিয়া গমনাগমন করিতেছে তাহা দশিত]