পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ শু বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক , হইয়াছে এবং ঐ চিত্রগুলি হইতে সম্ভাবন কোন সময়ে ঘটে তাহ সহজেই বুঝিতে পারা যাইবে । ২৩২ চিত্রে ঘূর্ণনশীল অংশটার ছেদশু দর্শিত হইয়াছে । ইহার মধ্য - - i. বলরেখার পথ একটি পোল { Ø). s కర్సే হইতে১—২—৩-৪ – ৫—ঙহইতে క్త్ இA) :: অপর পোল। B ও b পিত্তল খণ্ড যাহা দ্বারা ২ ও ৫ চিহ্নিত লৌহখণ্ড চিত্র – ২৩৩ (ক, খ, গ) দ্বয় আবদ্ধ। আবার কোন কোন ম্যাগনেটোর পোল ও আৰ্ম্মেচার উভয়েই স্থির থাকে, উহাদের অন্তরা একজোড়া বক্র U-আকৃতি লৌহখণ্ড(Sleeve) 5िज-२७8-२8x বরাবর একদিকে ঘুরিয়া কয়েলের মধ্যে বলরেখার সংখ্যা পরিবর্তিত করে, ২৩৪.২৪১ চিত্র। ইহাকে শ্লিভ ষ্টণ্ডাক্টার টাইপ (Sleeve Inductor type) বলে। এই চিত্রগুণি হইতে দৃষ্ট হইবে যে প্লিভের প্রত্যেক ঘূর্ণনে চারিবার অগ্নিস্ফুলিঙ্গ দিবার উপযোগী সম্ভাবন হয়, কিন্তু রোটারী আৰ্ম্মেচার বা পোল টাইপে দুইবার স্পার্ক হয় । ম্যাগনেটোর আভ্যন্তরিক সংযোজনাদি ও ইঞ্জিনের প্রাগের সহিত সংযোজন ২৪২ চিত্রে দর্শিত হইল । ম্যাপ্লেটে ও ইণ্ডাকসান কয়েল ইগ্লিসান অর্থাৎ ইন্ধনে অগ্নি সরবরাহের নিমিত্ত ব্যবহার হয়। ইহাদিগের বিশেষ বিবরণ মোটর শিক্ষকে দ্রষ্টব্য । ১২ বি