পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ՖԵ Փ আমরা পূৰ্ব্বেই দেখিয়াছি যে, কোন একটি পরিচালক কোন চুম্বক রাজ্যে বলরেখাকে কাটিতে থাকিলে পরিচালকটির মধ্যে পি, ডি, উৎপন্ন হয় ও বৈদ্যুতিক পথ সম্পূর্ণ পাইলে পরিচালকটির মধ্যে প্রবাহ উৎপন্ন হয়, এবং এই প্রবাহের দিক দক্ষিণহস্ত নিয়মানুযায়ী পাওয়া যায়। যে যন্ত্রের দ্বারা এইভাবে প্রবাহ উৎপন্ন হয় তাহাকে ডায়নামে বলে । সুতরাং ডায়নামোর প্রধান অঙ্গ চুম্বকরাজ্য উৎপাদনের জন্য একটি চুম্বক ও পরিচালক তার যাহাতে, বলরেখা ছেদনহেতু, প্রবাহ উৎপন্ন হইবে । কিন্তু এইভাবে উৎপন্ন প্রবাহের দিক কেবলই উণ্টাইয়া ঘাইতে থাকে বলিয়৷ বহিপথে একই দিকে প্রবাহ পাইতে হইলে কমিউটেটার (Counlnutator) নামক একটি অবলম্বনের সাহায্য প্রয়োজন হয়। এই কমিউটেটারের কাৰ্য্য গতি পরিবর্তনশীল প্রবাহকে একদিকে গতিবান করা। এবং তারগুলিকে ঠিকভাবে স্ব স্ব স্থানে ধরিয়া রাখিবার জন্য আমেচার (Arunture) নামক একটি অবলম্বনের সাহায্য লইতে হয়। এই আৰ্ম্মেচারকে চুম্বক পদার্থ অৰ্থাৎ লৌহদ্বারা নিৰ্ম্মাণ করা হয়, যাহাতে চুম্বক রাজ্যের তেজ পরিবদ্ধিত হয় । সুতরাং আৰ্ম্মেচার তারগুলিকে ধরিয়া রাখে ও রাজ্যের তেজ পরিবদ্ধিত করে। ইহা ব্যতীত বহিপথের সহিত বৈদ্যুতিক সংযোজনের নিমিত্ত ব্রাস বা বুরুস (Brusu) প্রয়োজন হয়। বলা বাহুল্য যে বৃহৎ যন্ত্রকে ঠিকভাবে খাড়া করিবার জন্য বেডপ্লেট (Bed Plate), ও, বেলটিং দ্বারা চালিত হইলে টাইট দিবার জন্য প্লাইড রেল (Slide Rail) প্রয়োজন হয় । আম্মেচার ও তদুপরি তারকে বৈদ্যুতিক ভাষায় সচরাচর আৰ্ম্মেচার বলে । সুতরাং ডায়নামোকে মোটামুটি এই কয়েকটি অংশে বিভক্ত س-3 3}ة 1ة تقة > asso (Field Magnet) & Asobia (Wetaso) (Armature with wires) • I of Stúñia (Commutator)