পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ֆԵՎՑ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক প্রণালী পরে বর্ণিত হইবে। অতএব এখন আমরা ধরিতে পারি যে ফাসটি ঘুরিতে থাকিলে বহিপথে একই দিকে প্রবাহ যোগান যাইতে পারে। न्ट्सद्धा; <e রাজ্য চুম্বক (Field & Field magnet):— রাজ্য উৎপাদনের নিমিত্ত চুম্বক প্রয়োজন হয়। এই চুম্বক, স্থায়ী ( Permanent )<i ?<Jf** ( Electroningnet, ) &άτε •II* 1 viât চুম্বক অপেক্ষা বৈদ্যুতিক চুম্বকের তেজ খুব অধিক হয় এবং প্রবাহের বেগ পরিবর্তন দ্বারা চুম্বকের তেজকে ইচ্ছানুযায়ী পরিবর্তিত কবিতে পারা যায় বলিয়া সচরাচর বৈদ্যুতিক চুম্বকষ্ট বাধগর হইয় থাকে । এই চুম্বকের আকার অশ্বক্ষুরাকৃতি এবং যদিও অনেক স্থলে দেপিতে ঠিক অশ্বক্ষুরাকৃতি নহে, কাৰ্য্যে ইহা অশ্বক্ষুরাকৃতি চুম্বকের ন্যায়। এই বৈদুত্তিক চুম্বকের ধাতু বাঙ্গল cos (Wrought iron ) s e”firs (Steel ) so মূল্য, ওজন ও পারকতার দিকে লক্ষ্য রাখিয়া ধাতু নির্বাচন করিতে হয় । বৈদ্যুতিক চুম্বকের বেলায় প্রবাহবাহী কয়েল দ্বারা মেরু উৎপাদিত হয় । এই কয়েল কোন কোন স্থলে ইয়োক (Yoke ) বা চুম্বকের রাহুদ্বয়ের সংযোজকে পরান থাকে, আবার কোন কোন স্থলে দুষ্টভাগে বিভক্ত श्रङ्गेश्व', প্রতি বাহুতে একটি করিয়া, দুই বাহঁতে গুইটি কয়েল থাকে। কোনু কোন স্থলে এই কয়েকঁকে বাহির তক্টতে, যথা ব্যাটারি বা অন্য কোন ডায়নামে। চষ্টতে, প্রবাহ দিয়া উত্তেজিত করা হয়, ইহাকে পৃথক উত্তেজিত ( Separate excitation ) বলে । আবার কোন কোন স্থলে ডায়নামোর স্বীয় প্রবাছ দ্বারা ইঙ্গাকে উত্তেজিত করা হয়, টঙ্গকে স্বীয়-উত্তেজিত চুম্বক ( Self excitat on ) বলে । অবং এ স্থলে বুঝিতে চইবে যে નવાবস্থায় কয়েলে প্রবাছ না থাকিলেও চুম্বকের সামান্ত পরিমাণ অবশিষ্ট চুম্বকত্ব ( Residual magnetism ) &to সেই অবশিষ্ট চুম্বকত্বের রাজ্যে আমেচারের কয়েল বা তার ঘুরিতে থাকিলে তাহাতে প্রবাহ উৎপন্ন হয়, এই এৰাহ বিভিন্ন প্রণালীতে গঠিত ডায়নামোর রাজ্য চুম্বকের কয়েলের