পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33. বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক C. P.) বদলাইতে থাকে। কিন্তু যদি প্রজ্জ্বলিত বাতির সংখ্যা অপরিবৰ্ত্তিত রাখা যায় তাহা হইলে সিরিজ ডায়নামো ব্যবহার করা চলে বটে, কিন্তু এরূপ ব্যবহার বড় একটা হয় না । পুৰ্ব্বে আর্কলাইট { Arc light ) জালাইবার জন্য সিরিজ ডায়নামে খুব ব্যবচার হইত, কিন্তু আজকাল হই’র ব্যবহার কমিয়া গিয়া সান্ট ডায়নামো ব্যবস্থার হইতেছে। saitst: Et== tczi ( Shunt Dynamo) :-f5m *es, ইহাতে ডায়নামোর পোলদ্বয়ের সহিত রাজ্য কয়েল ও লাইন সান্ট বা প্যারালাল ভাবে সংযুক্ত অর্থাৎ আর্মেচারের একটি ব্রাসের সহিত রাজ্য ----- না বয়েলের একশেষভাগ ও লাইনের একটি তার সংযুক্ত হয়, এবং কয়েলের অপব্লশেষভাগটি ও লাইনের fদ্বতীয় তারটি দ্বিতীয় ব্রাসের সঞ্চিত সংযুক্ত হয় । চিত্র—২৫৪ ইতাদিগের মধ্যে লাইনকে প্রধান পথ ( Main Circuit) ও রাজ্য কয়েলকে শাখাপথ (Shunt circuit) বলে। এরূপ সংযোজনে ব্রাদদ্বয়ের মধ্যে যে পি, ডি, লাইনের তারদ্বয়ের মধ্যে সেই পি, ডি, ও রাজ্য কয়েলের শেষভাগদ্বয়ের মধ্যেও সেই পি, ডি, হয়, অর্থাৎ রাজ্যকয়েল, জুমচারের মধ্যে যে সমান্ত ভোলটেজ পতন হয় তাহাব্যতাত ডায়নামোর ভোণ্টেজের যাই বাকী থাকে, তদ্বারা উত্তেজিত হয়। অতএব ইংt খুব অধিক অর্থাৎ প্রায় ডায়নামোর ভোণ্টেজ দ্বারা উত্তেজিত হয়। মুতরাং প্রবাহ বেগ কম রাখিবার জন্য এই রাজ্য কয়েলের বাধাকে অধিক করিতে হয়, ভজন্ত সরু তারের অধিক সংখ্যক পাক ব্যবহার করা হয়। এস্থলে সিরিজ ডায়নামোর বিপরীত ভাবে আমপেয়ার বা প্রবাহকে কম রাখিয়া পাক সংখ্যাকে বাড়াইয়া প্রয়োজন মত আমপেয়ার পাক প্রস্তুত করা হয় । নচেৎ আমপেয়ার অধিক হইলে আমেচারে মোটা ভার ব্যবহার করিতে হয় । তাছাতে আরমেচার কয়েলে তাম্রের ওজন অধিক লাগে। ডায়নামোকে হালকা করিবার জন্য ও তাম্র সাশ্রয় করিবার জন্য