পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক *సెఇ -- ۔--سیہ۔-س۔م۔م۔م۔--م۔۔------- রাজ্য কয়েলের বাধাকে অধিক করিতে হয়, এবং এই বাধা আমেচার বা লাইনের বাধার সহিত তুলনায় খুবই অধিক হয়। অতএব লাইনের সংযুক্ত অবস্থায় আমে চারের প্রবাচ্চ রাজ্য কয়েল ও লাইনের বাধার বিপরীত অনুপাতে বিভক্ত হইয়া লঘু প্রবাহটি রাজ্যকয়েলের মধ্য দিয়া ও গুরু প্রবাঙ্গটি লাইনের মধ্য দিয়া প্রবাহিত হয় । সান্ট ডায়নামোকে প্রথম চালাইতে হইলে সিরিজ ডায়নামোর মত লাইনকে সংযুক্ত রাখিলে চলিবে না। কারণ যেহেতু প্রবাহ কম বাধাদায়ক পথ দিয়া প্রবাহিত হয়, প্রথম হইতেই যদি লাইন সংযুক্ত থাকে তাহা হইলে সামান্য অবশিষ্ট চুম্বকত্বের ক্ষীণ রাজ্যে আমে চারের ঘূর্ণন দ্বারা সম্ভাবিত সামান্ত ই, এম, এফ, হেতু সামান্য প্রবাহের প্রায় সমস্তটুকুই লাইনের মধ্য দিয়া প্রবাহিত হইতে থাকিবে, মুতরাং রাজ্যকয়েল উত্তেজিত হইবে না ও ভোল্টজ ও বাড়িবে না। এইজন্য প্রথমতঃ লাইনকে উন্মুক্ত রাখিয়া সামান্য অবশিষ্ট চুম্বকত্বের ক্ষীণ রাজ্যে আমেচারকে ঘুরাইতে হয়, যাহাতে সম্ভাবিত ই, এম, এফ, হেতু সামান্ত প্রবাহের সমস্তটুকুই রাজ্য কয়েলের মধ্য দিয়া প্রবাহিত হইয়া উহাকে উত্তেজিত করে ও তজ্জন্য রাজ্যের তীক্ষুভী কিয়ং পরিমাণে বৃদ্ধি হেতু সম্ভাবিত ই, এম, এফ, ও প্রবাহের পরিমাণ কিছু বাড়িয়া যায় ও এইরূপে পরস্পর পরস্পরকে উত্তোরোত্তর বুদ্ধি করিতে থাকে, যতক্ষণ না ডায়নামোটি পূর্ণ ভোল্‌টেজ প্রাপ্ত হয়, তখন লাইন সংযুক্ত করা হয়। অবশু লাইন সংযুক্ত করিবামাত্র ভোল্‌টেজ পতন হয়। যথা একটি ১১• ভোলটের সান্ট ডায়নামে লইলে লাইনের অসংযুক্ত অবস্থায় উহার ভোলটেজ প্রায় ১১• ভোল্ট হইবে। এখন যদি লাইনে কতকগুলি প্যারালালে সজ্জিত বাতিকে স্বইচ দ্বারা সংযুক্ত করা যায় ও ভজন্ত ডায়নামোকে ১ • আমপেয়ার প্রবাহ যোগাইতে হয় তাহা হইলে ইহার ফলে আমেচারের তারের বাধায় অর্থাৎ আভ্যন্তরিক পথে ভোল্টজ পতন ও আমেচারের প্রতিক্রিয়া (Reaction) হেতু টাৰ্মিনাল বা ব্রাস