পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ילס כי চুম্বকের মেরু-সহ খণ --পূৰ্ব্বে যে সকল ডায়নামোর উল্লেখ করা হইয়াছে তাহারা সকলেই দ্বি-মেরু বিশিষ্ট, কিন্তু ইহাদের সংখ্যা ২, ৪, ৬, ৮ বা আরও অধিক জোড় সংখ্যক হইতে পারে, তবে নিতান্ত বৃহৎ যন্ত্ৰ ন হইলে ১৬ বা ৩২ মেরু বিশিষ্ট চুম্বক করা হয় না, কারণ ইহাতে এত অধিক ‘ফিটিং’ গ্রয়োজন হয় ও এত অধিক পরিশ্রম পড়ে যে, মেরুসংখ্যা পরিবদ্ধনের সুবিধা অপেক্ষ অসুবিধাই অধিক ভয় । মেরুসংখ্যা পরিবদ্ধনের সুবিধা এই যে চুম্বকের নিমিত্ত অল্প পরিমাণ লৌহ প্রয়োজন হয়, রাজ্য কয়েলে অল্প পরিমাণ তার লাগে ও আমেচারেরও তারের পরিমাণ অল্প লাগে । ইঙ্গার কারণ ২৬৫, ২৬৬, ১৬৭ চিত্রগুলি হইতে বুঝিতে পারা যাইবে । এই চিত্রগুলি হইতে দৃষ্ট হইবে যে ইয়োকটিকে ফ্রেমের আকারে ব্যবহার করা হয় এবং এই ফ্রেমের স্থলভ। কয়েল আবরিত বাহুর স্থূলতার অহরূপ । সুতরাং ২ মেরু বিশিষ্ট চুম্বক ইষ্টলে বাহুর স্থলতা যেরূপ হুইবে, ৪, ৬ বা ৮ মেরু বিশিষ্ট চুম্বক হইলে বাহুর স্থলভ। যথাক্রমে মোটামুটি তাহার ২, স্ট্র বা ; হুইবে, স্বতরাং ফ্রেমের স্থূলতাও ঐরূপ , উ বা ; হইলে । মেরুসংখ্যা পরিবদ্ধনে রাজ্যকয়েলে অল্প পরিমাণ তার প্রয়োজন হয়, তাহার কারণ চিত্র—২৬৫ এই যে, দ্বি-মেরু চুম্বকে পাকসংখ্যা যন্ত হইবে বহু মেরু চুম্বকেও মোট পাকসংখ্যা তাহাই হইবে। স্বতরাং দ্বি-মেরু চুম্বকের বাহু মোট বলিয়া তারের প্রত্যেক পাক লম্বা হয়, অতএব মোটা তার অধিক লাগে । আবার বহু মেরুর বেলায় প্রত্যেক মেরুর তেজ কম বলিয়া আমেচার রি-একসান কম হয়, এবং চারিদিকেই একটু একটু তফাতে মেরু আছে বলিয়া আমেচারে পাকসংখ্যা অল্প করিয়া দিলেও চলে—স্বতরাং আমেচারে কম তার হইলেই চলে। ২৬৫ চিত্রে দুইটি কয়েল দ্বারা উৎপাদিত চরি মেরু বিশিষ্ট চুম্বক দর্শিত হইয়াছে।