পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক २० ९ এইভাবে কয়েল নিৰ্ম্মাণে তারকে জড়াইতে খুব সুবিধা হয় এবং কয়েলের কোন দোষ হইলে সহজেই কয়েলটিকে বা কয়েলসমেত কাঠিমকে বাহির করিয়া লইয়া উহা পরীক্ষা করা যায়। এই নিমিত্ত চুম্বক লৌহের গাত্রে তার জড়াইয়া কয়েল প্রস্তুত হয় না । ভাল ইনস্থলেটেড তার দিয়া কয়েল প্রস্তুত করিতে হয়, যাহাতে পাশাপাশি দুইটি পাকের সংস্পর্শে বৈদ্যুতিক সংযোগ স্থাপিত না হয় এবং প্রত্যেক স্তরকে অপর স্তর হইতে বিশেষ যত্নের সহিত হনমুলেট কfরতে হয় এবং কম্পাউণ্ড ডায়নামোর সিরিজ কয়েণ হইতে সান্টকয়েলকে ভালরূপ ইনস্থলেসন দ্বারা পৃথক করিতে হয় । এই ইনস্কলেসনের নিমিত্ত সচরাচর প্রেসপ্যান (Presspahn) কাগজ ব্যবহার হয় । অবশেষে চুম্বক লৌহ হইতে কয়েলকে ইনস্থলেট করিবার নিমিত্ত কয়েলের বহির্গাত্রে প্রথমে প্রেসপ্যান ও তৎপরে বাণিষযুক্ত ফিতা জড়াইতে হয়—অবগু, মোটের উপর ইগর দ্বারা সুবিধা অপেক্ষা অসুবিধাই অধিক স্বঃ হয়, কারণ ইহাতে কয়েলের মধ্যে উৎপন্ন উত্তাপ নিগমের অসুবিধা হয়। কয়েণের মধ্যে উৎপন্ন উত্তাপ প্রথমতঃ ক্রমগমন দ্বারা স্তরগুলির মধ্য দিয়া বহির্গাত্রে আসে ও তথা হইতে প্রবাহন ও প্রসারণ দ্বারা নির্গত হইয়া বায়ুতে যায় অথবা চুম্বক লৌহে প্রবেশ করে ও তন্মধ্য দিয়া সহজেই ক্রমগমন দ্বারা পরিচালিত হইয়া যায়। কোন কোন স্থলে বায়ু খেলিয়া কয়েলকে শীতল রাখিবার জন্য উহার মধ্যে মুক্তপথ থাকে। সান্ট যন্ত্রের রাজ্য কয়েলের বাধা অধিক হওয়া প্রয়োজন বলিয়৷ ইহা সরু তার দিয়া প্রস্তুত হয় । সিরিজ যন্ত্রের রাজ্যকয়েলের তারটি মোটা হওয়া দরকার এবং বড় বড় যন্ত্রে তাম্রের ফিতার মত লম্ব। সরু ফালি ফ্রমের উপর ধারের দিকে কয়েলের আকারে বাকাইয়া (চিত্ৰ— ২৯২ ) পরে হাতে করিয়া প্রত্যেক পাকটিকে ইনস্থলেট করিয়া ব্যবহার করা হয়। কয়েলগুলি পরস্পর পরস্পরের সহিত সিরিজে সংযুক্ত হয়, যাহাতে প্রত্যেকটির মধ্য দিয়া একই প্রবাহ বহে এবং ইহাদিগকে এরূপ