পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર હતા. ૭ বিদ্যুৎ-তত্ব শিক্ষক ASA SSASAS SS SAAA AAAA AAASS ভাবে সংযোগ করিতে হয় যেন একটি মেরুর পর তাহার বিপরীত মেরু স্বই হয়, অথচ অবশিষ্ট চুম্বকত্বকে সাহায্য করে অর্থাৎ অবশিষ্ট চুম্বকত্বের মত চুম্বকত্ব স্বজন করে,নচেৎ বিপরীত श्tटा ठूषक्य नटे श्ड़ेब्रा गाइंच, তখন আর কোনরূপ ভোণ্টেজ পাওয়া যাইবে না। চুম্বক বাহুতে যে সকল কয়েল পরান হয় তাহার মেরু খণ্ডের শৃঙ্গ দ্বারা ধৃত থাকে, আর যদি শৃঙ্গ না থাকে ২ ৩ ৪ চিত্রে দর্শিত ভাবে f58-२२२ আবদ্ধ করিতে হয়। বহিসংযোজনের জন্য কয়েলের তারের শেষ ভাগদ্বয় বাহিরে নিষ্ক্রান্ত করিয়া রাখিতে হয়, এবং অভ্যস্তরস্থ শেষ ভাগটিকে 「5活ーやお8 এরূপভাবে ইনস্থলেট করিয়া বাহির চিত্র—২৯৩ করিয়া আনিতে হয়, যেন উহা উপরিস্থ, তারের সচিত সংযোগ হইয়া, সট সারকিট হইয়া ন যায়। এই নিমিত্ত সচরাচর শেষভাগদ্বয়ের একটিকে উপরদিক অপরটিকে নিম্নদিক দিয়া বাহির করিতে হয় । আমেচিtৱ । আলমেচার (Armature:) : আমেচার বলিতে যাহা বুঝায় তাহাকে প্রধানত: দুই অংশে বিভক্ত করা যায়– ১। লৌহখণ্ড(Iron ore) ২ । তদুপরি জড়ান তারের কয়েল (The Coil wound over it) | আমেচারের লৌহখণ্ডের আকার তিনপ্রকায়—১ । বলয় বা রিং (Ring), ২ । ঢঙ্কা বা ড্রাম (Drum) ও ৩। চাকতি বা ডিস্ক (Disc) আকারের।