পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ●● বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক দিক বিপরীত হইয়া যায এবং (১) হইতে (২) অবস্থায় যাইবার স্থায় প্রথম অবস্থায় বলরেখা ছেদনের হার শূন্ত হইতে ক্রমশ: বাড়িয়। (৪) অবস্থায় সৰ্ব্বাপেক্ষা অধিক হয় বলিয়, এই বিপরীত দিকে সস্তাবিত ভোলটেজও শৃষ্ঠ হইতে বাড়িয়া (৪) অবস্থার সময় সৰ্ব্বাপেক্ষ অধিক হয় ও অবশেষে (৪) অবস্থা হইতে (৫) অবস্থায় আসিবার সময়, পূর্বের (২) হইতে (৩) অবস্থায় আসিবার স্থায়, বিপরীত দিকে সম্ভাবিত ভোল্‌টেজ অধিক পরিমাণ হইতে কমিয়া (৫) অবস্থায় শূন্তে পরিণত হয়। এখন পূর্ণ একপাক ঘূর্ণন হইল এবং এই সমযে কিরূপে সপ্তাবিত ভোলটেজ প্রথমাবস্থায় শৃষ্ঠ হইতে ক্রমশঃ বাড়িয়া সৰ্ব্বাপেক্ষ গরিষ্ঠ পরিমাণে পৌছায় ও উৎপরে ক্রমশঃ কমিয়া পুনরায় শূন্ত হয় ও তৎপবে ইহার দিক বিপরীত হইয়া যায় ও এই বিপরীত দিকের সন্তাবিত ভোল্‌টেজ পূৰ্ব্বের ন্যায় প্রথমাবস্তায় ক্রমশ: বাডিয়া সৰ্ব্বাপেক্ষ গরিষ্ঠ পরিমাণ হইয়া তৎপবে ক্রমশঃ কমিয়া পুনরায় শৃষ্ঠে পরিণত হয়—তাহা উক্ত চিত্রেব নিম্নভাগে গ্রাফ দ্বারা দর্শিত হইয়াছে। এখন উহাকে আবার যুবাইতে থাকিলে সম্ভাবিত ভোলটেজ পুনরায় ঠিক এইভাবের হইতে থাকিবে। এবং যেহেতু ভোল টেজের অনুপাতে প্রবাহ হয়, সম্পূর্ণ পথ হইলে সম্ভাবিত প্ৰৰহের পরিমাণও এইভাবে পরিবর্তিত হইবে । সুতরাং তাহীও প্রায় ঠিক এইরূপ গ্রাফ চিত্র দ্বারা নির্দিষ্ট হুইবে । ইহাকে ‘অল টারনেটিং’ বা পরিবর্তনশীল (Alternating) কারেন্ট বলে। গ্রাফচিত্রের এইরূপ রেখাকে সাইন কাভ (sine Curve) বলে । সুতরাং অণ্টারনেটিং কারেন্ট ও তাহার ভোণ্টেজ সাইনকার্ভ দ্বার স্বচিত হয়। এখন এই (৩) অবস্থা পার হুইবার সময় অর্থাৎ সস্তাবিত ভেণ্টেজ ও প্রবাহের দিক বিপরীত হইবার সময় যদি, কমিউটেটারের সাহায্যে, বহিপথের সহিত