পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক دده می عیسی مسیده است. কয়েলের অংশদ্বয়ে বিপরীত দিকে বহুমান প্রবাহ সম্ভাবিত হইতেছে এবং এই বিপরীত প্রবাহদ্বয় (1) চিহ্নিত+ব্রাস দিয়া বহিপথে বহিয়া ( 8 ও 4 ) চিহ্নিত-ব্রাসস্বয় দিয়া আমেৰ্চার কয়েলের উদ্ধ অৰ্দ্ধাংশে পুনরায় ফিরিয়া আসিতেছে। এবং ঠিক সেই সঙ্গে নিম্নস্থ N ও S মেরুদ্বয়ের সন্নিহিত কয়েলের অংশদ্বয়ে বিপরীত দিকে বহমান প্রবাহ উৎপন্ন হইতেছে ও তাহারা (2) চিহ্নিত+ব্রাস দিয়া বহিপথে বহিয়া ( 8 ও 4 ) চিহ্নিত – ব্রাসদ্বয় দ্বারা আমেচার কয়েলের নিম্ন অৰ্দ্ধাংশে ফিরিয়া আলিতেছে। অতএব দেখা যাইতেছে যে আমেচার কয়েলটি চারি অংশে বিভক্ত হইয়৷ ষাইতেছে, সুতরাং চারিটি ব্রাস প্রয়োজন হইবে এবং ইহাদের এক একটিকে মেরুদ্বয়ের মাঝে এরূপ ভাবে স্থাপিত করিতে হইবে যেন চারি অংশে বিভক্ত আমেচার কয়েলের সন্নিহিত অংশদ্বয়ের বিপরীতগামী প্রবাহুদ্বয় যে স্থানে আসিয়া মিশিতেছে সেই স্থানগুলি যেন ব্রাস দ্বারা সংযুক্ত হয়, যাহাতে এক একটি ব্রাসের মধ্য দিয়া বিপরীত প্রবাহুদ্বয় একত্রে প্রবাহিত হয় । অতএব বহু মেরু যন্ত্রে যতগুলি মেরু আছে ততগুলি ব্রাস প্রয়োজন হয়। ইহাতে আরও দৃষ্ট হইবে যে এই ভারে তার জড়ান হইলে+ব্রাসদ্বয়ের ( 1 ও 2 চিহ্নিত, মধ্যে কোনরূপ পোটেনস্তাল পার্থক্য নাই, সুতরাং উহাদিগকে প্যারালালে সংযোগ করা চলে, অর্থাৎ, (2) চিহ্নিত ব্রাসকে (I) চিহ্নিত ব্রাসের সহিত একটি তার দ্বারা সংযোগ করিয়া (I) চিহ্নিত ব্রাসকে বহিপথের সহিত সংযোগ করা চলে। ইহাতে (2) চিহ্নিত ব্রাসকে আর ব্যবহার করিবার প্রয়োজন হয় না, কেবলমাত্র ঐ (I) চিহ্নিত একটি ব্রাস থাকিলেই চলিবে । ঠিক সেইরূপ ( 8 ও 4 ) চিহ্নিত ব্রাসদ্বয়ের মধ্যে কোনরূপ পোটেনস্তাল পার্থক্য না থাকা হেতু, বহিপথের সহিত সংযোগের জল্প দুইটির পরিবর্তে যে কোন একটিকে ব্যবহার করা চলে, অর্থাৎ (4) চিহ্নিত ব্রাসকে ব্যবহার না করিয়া উহাকে (8) চিহ্নিত ব্রাসের সহিত একটা তার দ্বারা সংযুক্ত রাখিয়া কেবলমাত্র (8) চিহ্নিত ব্ৰাগকে