পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদুৎ-তত্ত্ব শিক্ষক চুম্বক ও চুম্বকত্ব (Magnet and Magnetism.) কোন নির্দিষ্ট দিক অবলম্বনে অবস্থান এবং লৌহ প্রভৃতি কতিপয় দ্রব্যকে আকর্ষণ এই দুই গুণ বিশিষ্ট পদার্থকে "চুম্বক” বলে ও এষ্ট গুণদ্বয়কে “চুম্বকত্ব” বলে । চুম্বকত্ব লৌহের মধ্যে অত্যুৎকৃষ্ট ভাবে পরিস্ফুট হয় বলিয়। ঐ পদার্থে চুম্বক প্রস্তুত হয়। স্বাভাবিক gas (Natural Magnet.) :-re: চুম্বকত্ব বিশিষ্ট একপ্রকার প্রকৃতি-প্রস্বত, কঠিন, কৃষ্ণাভ, খনিজ ধাতব পদার্থ। ইহার রাসায়নিক গঠন ( Fe3 O4 ), ইহাকে লৌহের চুম্বক ** (Magnetic Oxide of iron.) Atai I & H& প্রথমে এসিয়াहिने।। ५खंड ম্যাগনেসিয়া দেশে পাওয়া গিয়াছিল বলিয়৷ ইহাকে “ম্যাগনেস বলিত ; তাছা হইতে ম্যাগনেট (Magnet) কথাটি হইয়াছে। এাচীনকালে খোলা সমুদ্রের উপর দিঙনর্ণয়ের জন্য নাবিকগণ কর্তৃক ইছা জাহাজে ব্যবহৃত হইভ বলিয়া ইহাকে “লাডিংষ্টোন” বা “লোডষ্টোন” ( Load-stone) অর্থাৎ নেতৃ-প্রস্তর বলা হইত। চিত্র—১) স্বাভাবিক, arৎ---"ড় চুম্বক ( আকৰ্ষিত লৌহচূর্ণ সহ ), কিন্তু এই স্বাভাবিধ চুম্বক অধিক চিত্র – ১ পরিমাণে পাওয়া যায় না, ইহাদের ভেঞ্জ অধিক হয় না ও আকৃতিতেও বিশেষ সুবিধা জনক হয় না। বলিয়া ইঙ্গাদের ব্যবহার বিশেষ দৃষ্ট হয় না।

  1. fas Eos (Artificial Magnet);-asons to ব্যবহারের জন্য স্বাবধা জনক আকৃতিতে ও প্রয়োজন মত চিত্র-২ তেজবান করিয়া কৃত্রিম উপায়ে প্রস্তুত চুম্বককে কৃত্রিম চুম্বক বলে। ইহার প্রয়োজন অনুসারে দণ্ডের we (fā-s) (Bar Magnet), an otoss (fān-2) (Horse