পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ミ》8 সম্ভাবিত হয় না, উহার কেবল মাত্র বৈদ্যুতিক পথের সংলগ্নতা রাখে । যাহাতে কয়েলগুলি স্ব স্ব স্থানে ঠিক ভাবে থাকে, তজ্জন্ত কোন কোন আমেচার কোরের শেষভাগদ্বয়ে কীলক দ্বারা আটকাইবার ব্যবস্থা থাকে, কোথাও কোরের উপর লম্বালম্বি খাজ কাটা থাকে, চিত্র ৩১১। ঐ খাজের মধ্যে তার জড়াইতে হয়। এডিকারেণ্ট হ্রাস করিবার নিমিত্ত আধুনিক রিং আমেচারের ন্তায় ড্রাম আমেচার ( কাগজ ব্যবহিত ) পাতলা পাতলা লৌহচাকতি দ্বার(চিত্র ৩১৩-৩১৪) গঠিত হয় বলিয়। চাকতিগুলির ধারে খাজ কাটা হয়, অর্থাৎ দাত বিশিষ্ট চাকতিগুলি ঠিক ভাবে সাঞ্জাইলে কোরের উপর এই খাজ আপন৷ হইতেই উৎপন্ন হইবে । এই খাজ তিন প্রকার হয়, খোলা চিত্ৰ—৩১৩ ও ৩১৪ *Ifa ( Open slot) füo oxe, বন্ধ খাজ ( closed slot ) চিত্র ৩১৬, ও প্রায় বন্ধ থাজ, চিত্র ৩১৭, ইহার মুখটি এত অগ্রশস্ত যে কেবলমাত্র অল্প সংখ্যক তার গলিতে পারে। কীলক ৰিশিষ্ট কোরকে বন্ধুর বা ‘ন্মদ (Smooth) আর্মেচার এবং খাজ W ffafètą Řrsffolè (Toothed * o or Grooved ) onto'5fa |్వ ۶یر UN ২ত্ত বলে। দাতবিশিষ্ট আমেচারের অসুবিধ। এই যে দাতগুলির মধ্যে ۹ ده سه لام- f5 ব্যবধান অধিক হইলে মেরু খণ্ডে সৰ্ব্বত্র বলরেখা সমভাবে চারাইয়া পড়ে ন, যথা ৩১৮ চিত্রে A স্থানে বলরেখা নাই বলিলেই হয়, অথচ উহার দুইপার্থে বলরেখা আছে,—সুতরাং ঘূর্ণনকালে মেরুখণ্ডে এডি কারেন্ট সম্ভাবিত ছয় । সেই নিমিত্ত এরূপভাবের দাত কাটিতে হয় যে, যে কোন