পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ব শিক্ষক ՀՖՆ SAASAASAASAASAASAASAASAASAAMMS না হয় তজন্য চিত্রগুলিতে সন্মুখদিকের সংযোজক তারগুলি পূর্ণ রেখা দ্বারা ও পশ্চাদিকের সংযোজক তারগুলি ছিন্নরেখা দ্বারা সূচিত হইয়াছে ॥৫ ফ্ৰণ্ট পিচ ষে ব্যাক পিচের সহিত সমান হইবে তাহারু কোন বাধাধর নিয়ম নাই। বৈদ্যুতিক ফলের সমতা রাখিয় এক টানায় জড়াইয়া যাইবার নিমিত্ত পিচের পরিমাণ খাজের ও মেরুর সংখ্যার উপর নির্ভর করে। যথা, ৩২২ চিত্রে সন্মুখভাগে ১নং হইতে তার কমিউটেটার হইয়া ৬নং এ যাইতেছে, স্বতরাং ফ্রন্ট পিচ-৬-১ = ৫, তৎপরে পশ্চাদ্ভাগে পূর্বের স্থায় একই দিকে অগ্রসর হইয়া ৬নং হইতে ১১নং এ যাইতেছে, সুতরাং ব্যাক পিচ-১১-৬= ৫ ফরওয়ার্ড, আবার সন্মুখভাগে কমিউটেটারের মধ্য দিয়া ৫ ঘর ডিঙ্গাইয়া ৪নং এ যাইতেছে ও পশ্চাতে একইদিকে ৫ ঘর ডিঙ্গাইয়া ৪নং হইতে ৯নংএ আসিতেছে । অতএব দেখা যাইতেছে ইহাতে ফ্রন্ট পিচ ৫ এবং ব্যাক পিচ ৫ ফরওয়ার্ড। ৩২৩চিত্রে সন্মুখভাগে ১নং হইতে কমিউটেটার হইয়া ১৪নং এ যাইতেছে, অর্থাৎ ২৪নং ২৩নং প্রভৃতির দিক দিয়া গুণিলে ১১ ঘর উল্লঙ্ঘন করিতেছে, সুতরাং ফ্রণ্ট পিচ ১১ এবং পশ্চাতে ১৪নং হইতে ঐ দিকে ঘুরিয়া ৩নং ঘরে যাইতেছে স্বতরাং ব্যাক পিচs ১১ ফরওয়ার্ড। কিন্তু ৩২৪ চিত্রে ফ্রন্ট পিচ ১১ ও ব্যাক পিচ ৯ ফরওয়ার্ড। এবং ৩২৮ চিত্রে ফ্রন্ট পিচ ৭ ও ব্যাক পিচ ৫ ব্যাক ওয়ার্ড, আর ৩২৯ চিত্রে ফ্রন্ট পিচ ৭ ও ব্যাক পিচ ৫ ফরওয়ার্ড। ৩২৮,৩২৯ চিত্র দুইটিতে সন্মুখভাগের সংযোজক তার আমেচারের পরিধির মধ্যে ও পশ্চাদ্ভাগের সংযোজক তার ঐ পরিধির বাহিরে বক্ররেখা দ্বারা দর্শিত হইয়াছে, এইজন্য এইগুলি র্যাডিয়াল ডায়াগ্রাম । ল্যাপ ও ওশ্লেভ, ওল্লাণ্ডিং ( Lap and wave winding);—আমেচারের তার দুইভাবে জড়ান যায়, তাহাদিগকে ল্যাপ ও ওয়েভ, ওয়াইণ্ডিং বলে। ল্যাপ ওয়াণ্ডিং :-ইহাতে কয়েলের শেষভাগগুলি কমিউ