পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক , २२● দর্শকের নিকট হইতে সন্মুখদিকে বহিয়। যাইতেছে, আর ৪, ৭, ৮ ও ১নং তারে তাঙ্গর বিপরীত দিকে ভোলটেজ সম্ভাবিত হইতেছে, স্বতরাং প্রৱাহ দশকের দিকে আসিতেছে। অতএব ১নং তারকে ৬, ৭, ৮ ও ৯নং তারের মধ্যে যে কোনটির সহিত সংযুক্ত করিয়া দিলে ই, এম, এফ, সিরিজে সংযুক্ত হয় । কিন্তু যদি ১নং ভারকে ঠিক ইহার বিপরীত দিকে স্থিত ৭নং তারের সহিত সংযুক্ত করা যায় তাহা হইলে সংযোজনের পথ খুব অল্প হয় বটে, কিন্তু এরূপ সংযোজন দ্বারা বরাবর একটানা তারকে জড়ান চলে না । কারণ পশ্চাদিকে তার ৭নং হইতে, উহার ঠিক বিপরীত, ১নং এ আসিয়া পুনরায় পৌছায়। সুতরাং মোট তার সংখ্যার অদ্ধেক সংখ্যাকে পিচ ধরা চলে না, তদপেক্ষা কিছু অল্প সংখ্যাকে পিচ ধরিতে হয়। এখানে মোট তার সংখ্যা ১২, এবং ১২র অৰ্দ্ধেক ৬, স্বতরাং ৬ অপেক্ষ অল্প সংখ্যাকে পিচ ধরিতে হইবে, যথা, এখানে পিচ- ৫ ধরা হইয়াছে । সুতরাং এই পিচ অনুযায়ী সন্মুখদিকে ১ হইতে তার ৬ এ গিয়াছে ও পশ্চাতে ৬ হইতে ১১তে গিয়াছে, সন্মুখদিকে ১১ হইতে ৪এ ও পশ্চাতে ৪ হইতে ৯এ. সন্মুখে ৯ হইতে ২এ ও পশ্চাতে ২ হইতে ৭এ, সন্মুখে ৭ হইতে ১-তে ও পশ্চাতে ১২ হইতে ৫এ, সন্মুখে ৫ হইতে ১-এ ও পশ্চাতে ১• হইতে ৩এ, সন্মুখে ৩ হইতে ৮এ ও পশ্চাতে ৮ হইতে পুনরায় ১ঐ, এইরূপে সমস্ত ঘরগুলিকে একবার ঘুরিয়া,যেখান হইতে গিয়াছিল পুনরায় সেখানে আসিল । সন্মুখদিকের সংযোজন একটি করিয়া ধাতুখণ্ডের মধ্য দিয়া করা হইয়াছে। এখন এইভাবে বেষ্টিত আমেচারের তার সকল সিরিজে সংযুক্ত রিং আমেচারের তারগুলির স্তায় কাৰ্য্য করিবে । ইহা প্রবাহের পথ অনুসরণ করিয়া যাইলেই দেখিতে পাওয়া যাইবে। যথা –ধরা যাউক যেন একদিকে ৪ ও ১১নং তারের সহিত সংযুক্ত কমিউটেটারের ধাতুখণ্ডের উপর একটি ব্রাস ংলগ্ন আছে ও অপরদিকে ৫ ও ১০নং তারের সহিত সংযুক্ত কমিউটেটার ধাতুখণ্ডের সহিত অপর ব্রাসটি সংলগ্ন আছে। বামদিকের জাল হইতে