পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক । ३६6 হইয়াছে তাঙ্কাতে দেখা যাইতেছে, যে ১৬ ও ৭নং নিষ্ফল তারদ্বয় – ব্রাসের মধ্য দিয়া “সর্ট সাকিট হইয়া যাইতেছে, ৫ ও ৬নং নিষ্ফল, তারুদ্ধয় একটি বৈদ্যুতিক , পথ এবং ১৮ ও ১৭নং নিস্ফল ভারদ্বয় অপর বৈদ্যুতিক পথ সম্পূর্ণ করিতেছে। এখন কতকগুলি বহু মেরু বিশিষ্ট যন্ত্রের আমেচারের বিষয় বর্ণিত হইবে। রিং আমেচার চুইলে দ্বিমেরু যন্ত্রের আমে'চারকে কিছুমাত্র পরিবর্তন না করিয়া ব্যবহার করিতে পারা যায়, কেবলমাত্র যতগুলি মেরু ততগুলি ব্রাস ব্যবহার করিতে হয়। যথা ৩২৫ চিত্রে একটি ৪ মেরু বিশিষ্ট যন্ত্রের রিং আমেচার দর্শিত হইয়াছে । এখন যদি كينج مقتين . هم موله 2كمنكهة و 55 , फ्रिड-७२८ আমেচারকে ঘড়ির র্কাটার দিকে ঘুরিতে অনুমান করা যায়, তাহ হইলে N মেরুয়ের অধীনস্থ বাহিরের তারগুলিতে দর্শকের নিকট হইতে বহির্দিকে বহমান প্রবাহ সস্তুত হয়। অতএব দেখা যাইতেছে যে আমেচার কয়েলের উদ্ধবাম চতুর্থাংশের প্রবাহ বাম ব্রাসের দিকে যাইতেছে, অতএব ইহ+ব্রাস হইতেছে এবং উৰ্দ্ধব্রাস -ব্রাস হইতেছে। আমেচার কয়েলের উদ্ধ দক্ষিণ চতুর্থাংশের প্রবাহ উদ্ধ ব্রাস হইতে দক্ষিণ ব্রাসে বহিতেছে, স্বতরাং দক্ষিণ ব্রাস+ ব্রাস ও উদ্ধ ব্রাম ইহার -- ব্রাস। কয়েলের নিম্ন বাম চতুর্থাংেশের প্রবাহ , নিম্ন ব্রাস হইতে বাম ব্রালে যাইতেছে,—অতএব বাম ব্রাস+ভ্রাপ ও নিম্ন ব্রাস হইরে – ব্রাল। এবং কয়েলের নিম্ন . দক্ষিণ চতুর্থাংশের প্রবাহ নিম্ন ব্রাস হইতে , দক্ষিণ ব্রাসে ধাইতেছে,