পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ২৩২ করিয়া পাত ও তৎপরে একস্তর তার. চিত্র ৩৩৬, এইভাবে কতকগুলি পাত ও কয়েকস্তর তার দ্বারা প্রস্তুত হয় । এই ব্রাস গুলিকে হেলাইয়া বা শায়িত ভাবে (Tangentially) ব্যবহার করা হয়। সুতরাং যন্ত্রকে একই দিকে ঘুরাইতে হয়। কেবলমাত্র গজব্রাসকে খাড়াভাবে ব্যবহার করা চলে। অতএব যন্ত্রকে যে দিকে ইচ্ছা সুবান যায় । কিন্তু ধাতব ব্রাস সকল ব্যবহার করিলে অভ্যন্ত অগ্নিক্ষ লিঙ্গ হইতে থাকে এবং অগ্নিস্থ লিঙ্গ কলে ব্রাসগুলি হইতে ধাতুকণা নির্গত হইয়া কমিউটেটারের উপর জমির ; উহার কোয়াগুলির মধ্যে বৈদ্যুতিক সংযোজন ঘটায়, অর্থাৎ উহাদিগকে “সর্ট সার্কিটেড” করির দেয় । এই নিমিত্ত অধুনা ইহাদিগের পরিবর্তে কাৰ্ব্বন ব্রাস প্রচলিত । কার্বন ব্রাস —ইহার গ্যাস কাৰ্ব্বন হইতে প্রস্তুত। এবং ইহাদের আকার চতুষ্কোণ স্তম্ভের মত, কেবল মাত্র চোঙ্গে র মত কমিউটেটারের উপর ঠিক ভাবে স্পর্শ করিয়া থাকিবার জন্ত এক শেষভাগে বুত্তাংশের মত খাজ কাটা থাকে, চিত্র ৩৩৭, এবং ইহাদিগকে খাড়াভাবে ব্যবহার করা হয়, মঙয়াং কমিউটেন্টারকে যে দিকে ইচ্ছ। ঘুরাইতে পার যায়। কমিউটেটারের উপর চাপিয়৷ স্পশ করিয়৷ থাকিবার জন্ত এই কাৰ্ব্বনের টুকরা গুলি স্পিং বিশিষ্ট হোলডারে ( Holder ) পরাইal, ঐ হোল্ডার সমেত ব্যবহার করা হয়, চিত্র ৩৩৮। তাম্র অপেক্ষ। কাৰ্ব্বনের বাধা খুব বেশী বলিয়। উহার যে বিস্তুতি (area) কমিউটেটারের গাত্রে পর্শ করিয়া থাকে, তাহাকে খুব বাড়াইতে হয়। এই নিমিত্ত কাৰ্ব্বন ব্রাসগুলি খুব প্রশস্ত করিতে হয়। ব্রাসগুলি খুব প্রশস্ত হওয়ায় উহাকে খণ্ড খণ্ড করিয়া কতকগুলি ছোট ছোট ব্রাস করিয়া একত্র ব্যবহার হয়, চিত্র ৩৪ • । তাহাতে যদি দুই একটা ব্রাস খারাপ হইয়া যায় তাহা হইলে পরীক্ষার নিমিত্ত কেবলমাত্র ঐ ছোট ব্রাসকে অপস্থত করিলে অন্ত ব্ৰাসগুলি দ্বারা কাৰ্য্য চলিতে থাকিবে । যাহাতে ভাল ভাবে বৈদ্যুতিক সংযোগ হয়, সেইজন্ত এই ব্রাসগুলির উপরাংশ ইলেকট্রোলিসিস দ্বার। fit—es • তাম্র আবৃত হয়। কমিউটেটারের উপর ব্রাসের স্থান পরিবর্তন করিতে পারিবার জন্ত ব্রাসসমেত হোল্ডারকে ‘ব্রাস-রকার’ (brush rocker) নামক একটি অবলম্বনে আৰদ্ধ করা থাকে ।