পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ויסא প্রাথর্য ( আর্শ্বেচারের মধ্যে ) হ্রাস প্রাপ্ত হয়—অর্থাং রাজ্য কর্তৃক আৰ্ম্মেচারের মধ্যে যে সম্ভাবিত মেরুত্ব, তাহার তেজ হাস হয় । আর্শ্বেচারের এই হ্রাসপ্রাপ্ত ভূ-সমান্তরাল মেরু তেজকে যদি S ও N ধরা যায়, তাহ হইলে এবস্তপ্রকার তেজবিশিষ্ট মেরু রাজ্য ও ক্রশম্যাগনেটিজেসান বা আড়দিকের রাজ্য, এতদুভয়ে মিলিয়া মোট রাজ্য কিছু বাকিয়া যায় এবং ইহা বাকিয়া আর্শ্বেচারের ঘূর্ণনগতির দিকে কিছু অগ্রসর হয়, ইহা ৩৪৩ চিত্রে ঘূর্ণায়মান রিং,আৰ্শ্বেচারের মধ্য দিয়া বলরেখার আনুমাণিক অবস্থা দেখিলে বুঝা যায়। অতএব মোট বলরাজ্যের দিক আর্শ্বেচারের ঘূর্ণনদিকে ঘুরিয়া যায়, ইহা ৩৪২ চিত্রে s n রেখা দ্বারা দর্শিত হইয়াছে। স্থতরাং এই মোট বলরাজ্যে লম্বরেখা টানিলে উহা কমিউটেটারের যে স্থান দিয়া যায়, সেইখানটি প্রবাহের দিক পরিবর্তনের স্থান এবং তথায় কোনরূপ ভোলটেজ সম্ভাবিত হয় না । কিন্তু ব্রাসকে কেবলমাত্র এই ৷ অবধি অগ্রসর করাইলে চলিবে না, ইহা অপেক্ষা আরও কিছু অধিক অগ্রসর করিতে হইবে। অগ্রতার দ্বিতীয় কারণ ভগ্নকালীন অগ্নিস্ফুলিঙ্গ রদ :–নিরবিচ্ছিন্নভাবে প্রবাহ আহরণুের জন্য ব্রাসের মুখ এত চওড়া হয় যে উহা সৰ্ব্বদাই দুইটি করিয়া কমিউটেটার কোয়াকে স্পর্শ করিয়া থাকে, স্বতরাং আৰ্ম্মেচার রিংই হউক বা ড্রামই হউক, ঐ কোয়াদ্বয়ের মধ্যস্থ পাক বা ফাসগুলি ব্রাসের মধ্য দিয়া বৈদ্যুতিকভাবে সংযুক্ত বা সর্ট ‘সাকিটেড হয় । এখন যদি ব্রামটি O চিহ্নিত স্থানে, চিত্র ৩৪২, ( যেখানে কোনরূপ ই, এম, এফ, সম্ভাবিত হয় না) স্থাপন করা হয়, তাহা হইলে ঐ স্থানে সর্ট-সার্কিটেড কয়েল বা ফালগুলির মধ্যে যদিও কোনরূপ ভোলটেজ সম্ভাবিত হয় না। তত্ৰাপি কিছু প্রবাহ থাকে। তাহার কারণ, ব্রাসে পৌছবার পূৰ্ব্বে পর্যন্ত উহা যে মেরু ত্যাগ করিতে উদ্যত, তাহার অধীন ছিল এবং সেই মেরুদ্বারা উাহাতে ভোলটেজ সম্ভাবিত হইয়াছিল,