পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক מהסיא. বিপরীত দিকেই প্রবাহ বহমান হইবে ) । সুতরাং ব্রাসটিকে এরূপ স্থানে দেওয়া হয় যে, ঐ স্থানে কমিউটেটার কোয়া ত্ৰাস পরিত্যাগকালে অর্থাৎ পার হইবার সময়, এই নব ( বিপরীত দিকের ) ষ্ট, এম, এফ, ও তৎকালীন প্রবাহ এরূপ পরিমাণে সম্ভাবিত হয় যে, ভগ্নকালীন স্বীয় সম্ভাবন হেতু বৰ্দ্ধিত হইয়াও উহার, পরে পূর্ণ সম্ভাবনের সময় ঐ কয়েলের মধ্যে যতটা পরিমাণ ভোল্‌টেজ ও প্রবাহ সম্ভাবিত হয়, তাহাদের অপেক্ষা অধিক হয় না—অতএব আর অগ্নিস্ফুলিঙ্গ হয় না। অর্থাৎ ব্রাসটিকে এরূপস্থানে দিতে হইবে যে পরে এই কয়েলের মধ্যে যে সৰ্ব্বাপেক্ষ অধিক পরিমাণ ই, এম, এফ, সম্ভাবিত হইবে ও তদ্ধেতু ইহার মধ্য দিয়া যে প্রবাহ বহমান হইবে, ভগ্ন কালীন স্বীয় সম্ভাবন দ্বারা বদ্ধিত হইয়াও যেন ইহাতে তদপেক্ষা অধিক ই, এম, এফ, বা প্রবাহ সম্ভাবিত না হয়। এই স্থানটি সকল সময় পরীক্ষা (trial) দ্বারা নিরুপিত হইয়া থাকে । ইন্টার পোল ডায়নামে ( Interpole IDynamo ) ও যে কোন পরিমাণের প্রবাহ বিনা অগ্নিস্ফুলিঙ্গে একটি স্থান হইতে আহরণ :–পূৰ্ব্বেই বলা হইয়াছে ত্রাসকে যথাস্থানে না বসাইলে ব্রাস ও কমিউটেটারের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ঘটে—এই অগ্নিস্ফুলিঙ্গ কমিউটেটার ও ব্রাস উভয়ের পক্ষেই ক্ষতিকর। সুতরাং ব্রাসকে এরূপ স্থানে স্থাপিত করিতে হয় যেন যথাসম্ভব অল্প অগ্নিস্ফুলিঙ্গ হয় এবং দৃষ্ট হইয়াছে এই স্থানটি সমষ্টি চুম্বক রাজ্যের নিষ্ফল স্থানের কয়েক ডিগ্ৰী (*) পরে। এখন এই সমষ্টি চুম্বক রাজ্য, স্বতরাং উহার নিষ্ফল স্থান, আমেচার প্রবাহের উপর নির্ভর করে। প্রবাহ যত অধিক হইবে সমষ্টি চুম্বকরাজ্য তত অধিক ঘুরিয়া যাইবে । অতএব ডায়নামে হইতে বিভিন্ন পরিমাণের প্রবাহ লইতে থাকিলে সমষ্টি চুম্বকরাজ্য, স্বতরাং নিফল স্থানের, দিক পরিবর্তিত হইতে থাকে। অতএব প্রবাহ অনুযায়ী ব্রাসকে বিভিন্ন স্থানে স্থাপিত করিতে হয়—প্রবাহ যত অধিক হইবে ব্রাসের লীড তত অধিক হওয়া প্রয়োজন। ইন্টার পোল যন্ত্রে প্রবাহের পরিমাণ পরিবর্তনের সহিত ব্রাসের স্থান পরিবর্তনের প্রয়োজন হয় না। ইহাতে প্রবাহের পরিমাণ পরিবর্তিত হইতে থাকিলেও সমষ্টি চুম্বকরাজ্য ও নিফল স্থানের দিক পরিবৰ্ত্তিত হয় না । অতএব প্রবাহ পরিমাণ যেরূপই হউক না কেন ব্রাসকে প্রায় এক স্থানে স্থাপিত রাখিয়া উহা আহরণ করা যায়। বলরেখাসহ ইন্টার পোল যন্ত্র ৩৪৪ চিত্রে দর্শিত হইল। ইহাতে দৃষ্ট হইবে প্রত্যেক দুইটি করিয়৷