পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ব শিক্ষক ર 89r বাজে, তাহা হইলে ঐ হোল্ডারের সহিত সর্ট সাকিট ঘটিয়াছে । লাইন হইতে পরীক্ষা করিতে হইলে, লাইন ভোণ্টেজের উপযোগী একটি আলো লইয়া লাইনে একটি তারের সহিত সংযুক্ত করিতে হয়, আলোর অপর টামিনাল হইতে একটি তার ও লাইনের অপর তার, এই দুইটি তার লইয়া পূৰ্ব্বের মত পরীক্ষা করিলে, যদি আলো জলে, তাগ হইলে সট সার্কিট ঘটিয়াছে । - (২) মেনের মধ্যে সাট সাকিট থাকিলে সিরিজ যন্ত্রের আৰ্ম্মেচার ঘুরিতে বাধা পাইবে এবং ইহাকে চালাইতে অধিক ক্ষমতা প্রয়োজন হইবে । সান্ট যন্ত্র কিন্তু অত্যন্ত দ্রুত চলিবে, ইহাকে ‘রেস” (Race) করা বলে । কম্পাউণ্ড ডায়নামে হইলে আৰ্ম্মেচারের গতি প্রায় একভাব থাকে বটে, কিন্তু অত্যন্ত অগ্নিস্ফুলিঙ্গ হয় এবং যন্ত্রটি গরম হইয়া উঠে। যদি ডায়নামে ঠিক ভাবে না চলে তাহা হইলে প্রথমে দেখা উচিৎ মেনে দোষ আছে কি না, সেইজন্য মেনকে যন্ত্র হইতে খুলিয়া দিয়া যন্ত্রের সহিত পরীক্ষক আলো বা ‘পাইলট ল্যাম্প’ (Pilot Lamp) সংযুক্ত করিয়া যন্ত্রটিকে চালাইলে যদি উছা ঠিকমত জ্বলে,তাহাঙ্কইলে বুঝিতে হইবে মেনে দোষ আছে এবং তখন মেনে কোন স্থানে কিরূপ দোষ হষ্টয়াছে তাছা নির্ণয় করিতে হুইবে । অবশ্য যন্ত্রের ভোলটেজ অনুযায়ী সিরিজসংযুক্ত কতকগুলি ল্যাম্প বা বাতি ব্যবহার করিতে হয় । রাজ্য ব। আৰ্ম্মেচার কয়েলের কোন স্থানে তার ছিন্ন থাকিলে চিত্র—৩৪৫ ডায়নামে কাৰ্য্য করিবে না। এরূপ ছেদ সহজেই ধরা পড়ে, আর দৃষ্টির অতীত হইলে ব্যাটারি বা