পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক S • স্থানগুলি স্থচের পূর্বাবস্থা নির্দেশ করিতেছে ও পরে স্থচের কি অবস্থা তাঙ্গ চিত্রে প্রতীয়মান হইতেছে । চুম্বকবলের শিহাম (Law of Magnetic force):— পূৰ্ব্বেষ্ট বলা হুইয়াছে, দুইটি মেক থাকিলে তাতাদের মধ্যে হয় আকর্ষণ ন। ১য নিক্ষেপণ বল থাকিবে । এক্ট বলের পবিমাণ নিমণি থিভ চিত্র—১৭ চিত্র –১৮ নিয়মান্তৰ্যায়ী হয় ৷ যথা – for:#"> =off===I ( Inverse Squar Law ):—“F** বল মেকদ্বয়েব তেজের গুণফলের অষ্ট্ররূপ ও উহাদের ব্যবধানের লগেব বিরূপ” অর্থাৎ ব্যবধানের বর্গ যত অধিক হইবে, বল ততই কম হইবে । একটু চিস্থা করিয়া দেখিলেই এই নিয়মটা বেশ বুঝিতে পারা যায়। কারণ একটি মেরুকে ঠিক রাথিয় যদি অপর মেরুটীয় তেজ দ্বিগুণ বা ত্রি গুণ ইত্যাদি কবা যায় তাহা হইলে স্পgষ্ট প্রতায়মান গুয় যে আবহণ বা নিক্ষেপণ ধল যথাক্রমে দ্বিগুণ বা ত্রিগুণ ইত্যাদি হইবে । ঠিক সেইরূপ অপর মেরটার তেজ দ্বিগুণ বা ত্ৰিগুণ ইত্যাদি করিলে আকষণ বা নিক্ষেপণ বল যথাক্রমে দ্বিগুণ বা ত্রিগুণ ইত্যাদি হইবে। সুতরাং বল মেরুদ্বয়ের তেজের গুণফলের অনুরূপ । আর বল ব্যবধানের বর্গের বিরূপ, তাহার কারণ যদি একটি মেরুকে কোন গোলকের চিত্র—১৯ কেন্দ্রে অবস্থিত অল্পমান করা যায় তাহা কইলে মেরুটীর সমস্ত বল ঐ গোলকটির সমস্ত বিস্তৃতির উপর সর্বত্র সমভাবে জ্বারাইয়া পড়িবে। এখন যদি মেরুটকে দ্বিগুণ, ত্রিগুণ বা চতুগুণ