পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ●:8 প্রবাহ বহিবে উহা ঘুরিতে থাকিবে । কমিউটেটার থাকা হেতু N মেরুর অধীনস্থ আৰ্ম্মেচারের অর্ধাংশের সমস্ত তারগুলির মধ্য দিয়াএকদিকে প্রবাহ বহিবে এবং S মেরুর অধীনস্থ আৰ্ম্মেচারের অপর অৰ্দ্ধাংশ দিয়া বিপরীত দিকে প্রবাহ বহিবে, স্বতরাং আৰ্ম্মেচার একই দিকে ঘুরিতে থাকিবে। আর্শ্বেচারের ঘূর্ণনদিক খুব সহজে আম্পেয়ারের"সস্তরণকারীর”নিয়ম বা ফ্লেমিংএর aro - wo ‘বামহস্ত নিয়ম হইতে পাওয়া যায়, যথা— ৩৫৭ চিত্রে আর্শ্বেচার (মোটরে) ঘড়ির কাটার ۹ هم - f5 বিপরীত দিকে ( anticlockwise ) ঘুরিবে । মোটর আর্শ্বেচারের প্রণালী ঠিক ডায়নামে আৰ্ম্মেচারের মত (ডায়নামে চিত্ৰ২৫• দ্রষ্টব্য) । উভয় স্থলেই বাম দিকে N মেরু আছে এবং আর্শ্বেচারের বাম অৰ্দ্ধাংশের প্রবাহ দর্শকের নিকট হইতে সন্মুখদিকে বহু মান। ডায়নামোতে ঐ ভাবের প্রবাহ পাইবার নিমিত্ত আৰ্ম্মেচাকে ঘড়ির কাটার দিকে ঘুরাইতে হইয়াছে, কিন্তু ঐরুপ প্রবাহ প্রেরণ বা বহান হেতু মোটরের আর্শ্বেচার তদ্বিপরীত অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিবে। ব্যাক ই, এম, এফ, (Back E. M. F.) —ডায়নামোতে প্রবাহের দিক নির্ণয়ের সময় দেখা গিয়াছে, আর্শ্বেচারের প্রত্যেক তারে এরূপ দিকে প্রবাহ উৎপন্ন হয় যে, উহা আৰ্ম্মেচারকে বিপরীত দিকে ঘুরাইবার চেষ্টা করে, অর্থাৎ আর্শ্বেচারে বাহির হইতে প্রদত্ত চালকবলের উপর, সম্ভাবিত প্রবাহ, আভ্যন্তরিক.বাধা আনয়ন করে। মোটরেও ঠিক ঐ একই ফল দৃষ্ট হয়, তবে কিছু বিশেষ প্রভেদ আছে । আমরা জানি চুম্বকরাজ্যে ঘূর্ণায়মান প্রত্যেক তারে ই, এম, এফ, সম্ভাবিত হয় । বৈদ্যুতিক মোটরের আর্মেচার খুব বলবান রাজ্যে ঘোরে। স্বভাবতঃই এই ঘূর্ণন প্রবাহ দ্বারা সম্পাদিত হউক, বা কোন বাহিক