পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之°》 বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক রকমারী মোটর ৪-ডায়নামোর ন্যায় মোটরও তিন প্রকারে হইতে পারে বটে, ১ । সিরিজ ২ । সান্ট ও ৩ । কম্পাউণ্ড মোটর, কিন্তু কম্পাউণ্ড মোটরের বিশেষ প্রচলন দৃষ্ট হয় না, সেইজন্য প্রয়োজন অনুসারে দুই প্রকারের মোটর হয়—সিরিজ ও সান্ট । সিরিজ মোটর :–সিরিজ ডায়নামোর মভ ইহাতে মোট তারের অল্প সংখ্যক পাকবিশিষ্ট রাজ্যকয়েল আৰ্ম্মেচারের সহিত সিরিজে সংযুক্ত থাকে, সুতরাং লাইনের সহিত যোগ করিলে আৰ্ম্মেচারের মধ্যে যে প্রবাহ বহমান হয় তদ্বারাই রাজ্যকায়েল উত্তেজিত হয় । ৩৫৮ চিত্রে ইহার সংযোগ প্রণালী দশিত হইয়াছে। অতএব আৰ্ম্মেচারের প্রবাহ যত অধিক হইবে, ইহার রাজ্য তত প্রখর হইবে । সুতরাং কোন নিদিষ্ট ভোলটেজের সহিত সংযুক্ত থাকিলে, ভার যদি অধিক হয়, তাহা হইলে আৰ্ম্মেচারে প্রবাহ অধিক হইবে, চিত্ৰ—৩৫৮ অতএব রাজ্যও তীব্রভাবে উত্তেজিত হইবে এবং এই তাঙ্কু রাজ্যে অল্প গতি দ্বারাই আমে'চারের মধ্যে প্রযুক্ত ভোণ্টেজের অনুযায়ী ব্যাক ই, এম, এফ, স্তুষ্ট হইবে। কিন্তু যদি মোটরে ভার অল্প হয়, তাহ হইলে আমে’চারের প্রবাহ অল্প হইবে, অতএব রাজ্যও ক্ষীণ হইবে, সুতরাং এই ক্ষীণ রাজ্যে প্রদত্ত ভোটেঙ্গের অনুযায়ী ব্যাক ই, এম, এফ, উৎপাদনের নিমিত্ত ইহাকে অত্যন্ত দ্রুতগতিতে ঘুরিতে হইবে । এই নিমিত্ত অল্প বা বিনাভারে সিরিজ মোটর চালান হয় না, তাহাতে উহা "ছুটিয়া” (run away) যাইবে । চিত্রে দৃষ্ট হইবে যে মোটরটি সৰ্ব্বদা কোন এক নির্দিষ্ট ( অপরিবর্তিত ) ভোণ্টেজের সহিত সংযুক্ত। কিন্তু যদি উহাকে বিভিন্ন ভারে একভাব গতিতে চালিত করিতে হয় তাহা হইলে কম ভারের সময় আৰ্ম্মেচারের প্রবাহকে কম রাখিতে হইবে, স্বতরাং মোটরটি কম ভোণ্টেজের সহিত সংযুক্ত হওয়া উচিত এবং অধিক ভারের সময়