পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 을 আর্শ্বেচারের প্রবাহ অধিক হওয়া প্রয়োজন বলিয়া তখন মোটরটি অধিক ভোণ্টেজের সহিত সংযুক্ত হওয়া উচিত । অতএব দেখা যাইতেছে যে বিভিন্ন ভারে একভাব গতিতে চালিত করিতে হইলে, মোটরে প্রযুক্ত ভোণ্টেজকে হ্রাস বৃদ্ধি করিতে হয়। প্রযুক্ত ভোণ্টেজের এই হ্রাস বুদ্ধি সাধনের জন্য আর্শ্বেচারের সহিত, রাজ্যকয়েল ছাড়া, একটি বাধাপ্রদ কয়েল সিরিজে সংযুক্ত করিতে হয়, চিত্র ৩৫৯ । এই বাধাপ্রদ কয়েলটির বাধা পরিবর্তনীয়, সুতরাং ইহু! হইতে যদি অধিক পরিমাণ বাধা মোটরের সহিত সিরিজে সংযুক্ত হয়, তাছা হইলে এই বাধাতে f53-రిd:నె অধিক ভোণ্টেজ প্রযুক্ত হুইবে । আর মোটরে অধিক ভোলটেজ প্রয়োজন হইলে, এই বাধার পরিমাণ কমাইয়া দিলেই হইবে । এবং এই বাধাকে হ্রাস করিতে করিতে একেবারে বাদ দিলে মোটর 'সাপ্লাই লাইনের ভোলটেজ প্রাপ্ত হইবে । এই বাধাকে এইজন্ত সিরিজ cost obts (Series Regulator) to got otă wiąto cuts; লাইনের সহিত সংযুক্ত বা উহা হইতে বিযুক্ত হয় বলিয়া ইহাকে সিরিজ ষ্টাটার (Starter) বলা চলে । সান্ট মোটর ;–সান্ট ডায়নামোর মত সান্ট মোটরের রাজ্যকয়েল আর্শ্বেচারের সহিত সান্ট বা প্যারালাল ভাবে সংযুক্ত থাকে । ইহাতে লাইনের প্রবাহ বিভক্ত হইয়া, কিছু রাজ্যকয়েলের মধ্য দিয়া ও বাকী আৰ্ম্মেচারের মধ্য দিয়া প্রবাহিত হয়। স্বতরাং রাজ্যকয়েল সৰ্ব্বদ। একই প্রবাহ দ্বারা উত্তেজিত হয় বলিয়া, রাজ্যতেজ সৰ্ব্বদা সমান থাকে অর্থাৎ ইহা পৃথক উত্তেজিত যন্ত্রের স্তায় কাৰ্য্য করে। পূর্বেই দেখা গিয়াছে একভাব রাজ্যতেজ বিশিষ্ট অর্থাৎ সান্টমোটরে ভারবুদ্ধি ঘটিলে আর্শ্বেচারের ঘূর্ণনগতি কিছু হ্রাস হয় । এই হাস অতি আল্প, যন্ত্র অনুযায়ী "১"].– ৫'], । স্বতরাং সান্টমোটরের গতি সৰ্ব্বভারে প্রায় একভাব থাকে।