পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 3 % • বলিয়া, যে সকল স্থানে ভার একবারে অপসারিত হইতে পারে, যথা— ‘মেসিন সপ' (Machine shop) প্রভৃতিতে, সান্ট মোটর ব্যবহার হয় । সান্ট মোটর অপেক্ষা সিরিজ মোটরের, স্থবিধা এই যে, সিরিজ মোটরে ষ্টারটার হইতে মোটরে একটি লাইন বা তার প্রয়োজন হয় এবং মোটর হইতে প্রবাহ ফিরিবার জন্য আর একটি ফিরিবার তার (Return wire), এই সৰ্ব্বসমেত মোট দুইটি মেন বা তার প্রয়োজন হয়, কিন্তু সান্ট মোটরে ষ্টারটার হইতে মোটরে দুইটি তার ও প্রবাহ ফিরিবার জন্য মোটর হইতে একটি তার, এই তিনটি মেন বা তার মোটর হষ্টতে প্রয়োজন হয় । এই নিমিত্ত যদি ষ্টারটার হইতে মোটরের দূরত্ব অধিক হয়, যথা—কোন উচ্চ ঘরের ছাদ হইতে মোটর সমেত পাথা ঝুলে আর উহার ‘সংযম যন্ত্র" (controller) দেওয়ালের কোন নিম্ন স্থানে থাকে, তাহা হইলে সিরিজ মোটর ব্যবহারে অনেকটা তার সাশ্রয় হইবে। মোটর আমামে চারের প্রতিক্রিক্স ৪—ডায়নামোর মত মোটরেও আর্মেচারের ঐ প্রকার প্রতিক্রিয়া হয় ও তজ্জন্য রাজ্যতেজ হ্রাস হয়, সুতরাং মোটরের গতি বৃদ্ধি ঘটে । আৰ্ম্মেচারের মধ্যে প্রবাহ যত অধিক হয়, প্রতিক্রিয়াও তত অধিক হয়, স্বতরাং মোটরের গতিও তত বাড়িয়া যায়। এই জন্য ভার বাড়িলে আৰ্ম্মেচারের মধ্যে প্রবাহ অধিক বলিয়া আৰ্ম্মেচারের প্রতিক্রিয়া হেতু গতি বাড়িয়া যায়, কিন্তু এই পরিবদ্ধিত গতি দৃষ্টি গোচর হয় না, কারণ আর্শ্বেচারের মধ্যে প্রবাহ যত অধিক হয় উহার মধ্যে পতিত ভোণ্টেজের পরিমাণ তত অধিক হয়, স্বতরাং এই ভোল্টেজ পতন হেতু উছার গতিও কমিয়া যায়। এই গতি হ্রাস প্রতিক্রিয়া হেতু গতি বৃদ্ধি অপেক্ষা সচরাচর অধিক হয় বলিয়া, সাধারণতঃ গতি হ্রাসই দৃষ্ট হয়। তবে এই বুঝিতে পারা যাইতেছে যে, ভোলটেজ পতন হেতু গতি যতটা হ্রাস হওয়া উচিৎ ততটা হয় না,প্রতিক্রিয়া হেতু গতি পরিবদ্ধিত হয় বলিয়া, হ্রাসের পরিমাণ কিছু কমিয়া যায়। তবে ৰদি খুব অধিক