পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ১২ Position of Pole ) –একটি স্থচ কম্পাস লইয়া একটি শায়িত চুম্বকের শেষ দিকে কয়েকটী বিভিন্ন স্থানে ২০ চিত্রে প্রদর্শিতরূপে স্থাপন করিলে দেখা যাইবে যে স্বচ চুম্বকটি বিভিন্ন দিক লক্ষ্য করিয়া অবস্থান করে। এই স্থচ কম্পাস প্রত্যেক স্থানেই চুম্বকের মেরুর দিকে মুখ করিয়া অবস্থান করিতেছে। স্বতরাং স্বচ-চুম্বকের মেরুদণ্ড ঐ স্থানগুলি হইতে চুম্বকের দিকে প্রসারিত করিয়া দিলে তাহারা যে স্থানে সম্মিলিত হয় তাহাই চুম্বকের মেরু । ভূ-চুম্বকত্ব ( Earth's Magnetism ) :—LA*fi Vi$ কোন চুম্বককে ঝুলাইয়া বা খাটাইয়া দিলে উহা নিদিষ্ট দিক অবলম্বন করে । তাহার কারণ পৃথিবীর নিজের চুম্বক গুণাবলী আছে, এবং কুলায়মান চুম্বক পৃথিবীর চুম্বকত্বের "অমুরূপ মেরুর নিক্ষেপণ ও বিপরীত মেরুর আকর্ষণ" নিয়ম হেতু কোন বিশিষ্ট দিক অবলম্বনে বাধ্য হয়। পৃথিবীর চুম্বকত্ব এরূপ যেন উথার ভৌগলিক মেরুদণ্ডের দুই দিকে দুইটি বৃহৎ চুম্বক আছে, তন্মধ্যে একটি অপরটি অপেক্ষ বৃহত্তর ও তাহদের একদিকের শেষভাগদ্বয় অপরদিকের শেষভাগ স্বয় অপেক্ষ সন্নিহিত। এই শেষভাগগুলি প্রায় 'ভৌগলিক মেরুর নিকট । এই চুম্বক দুইটি এরূপভাবে অবস্থিত ৰে হহাদের সমরূপ ও সমগুণবিশিষ্ট একটি চুম্বক ভূমেরুদণ্ডের সহিত প্রায় ১৭২° কোণ করে ( চুম্বকের উত্তর দিকের মেরু ভূ-মেরুদণ্ডের পশ্চিম দিকে এই কোণ করে) ইহা ২১ চিত্রে দর্শিত হইয়াছে। কাল চিত্র—২১ চুম্বকদ্বয় ভূমধ্যস্থ অস্থমিত চুম্বকদ্বয় ও S N উহাদের সমবদলী একটি চুম্বক যাং ভূ-মেরুদণ্ডের সহিত ১৭২°