পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YO বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক কোণে অবস্থিত। কিন্তু বাস্তবিক পৃথিবীর মধ্যে চুম্বক আছে কিনা তাহ কেহ দেখে নাই, তবে পৃথিবীর উপরে যে ফলাফল দৃষ্ট হয় তাহা হইতে অনুমান হয় যে, ঠিক যেন এরূপ দুইটি চুম্বক আছে। দ্রষ্টব্য —উপরে বলা হইল যে, পৃথিবীর মধ্যে দুইটি অনুমিত চুম্বক আছে। কিন্তু পৃথিবীর অন্তর্ভাগ এত গরম ষে প্রায় ১২ মাইল গভীরতার উহা লোহিত তপ্ত অবস্থার স্থিত। সুতরাং সেখানে লৌহের চুম্বক গুণ থাকিতে পারে না, কারণ লোহিত তপ্ততায় লোঁহের চুম্বকত্ব নষ্ট হইয়া যায়। অতএব ভূ-চুম্বকত্ব উৰ্দ্ধতলীয় চুম্বকত্ব হেতু হইতে পারে। অথবা আমরা বহমান বিদ্যুতে দেখিব যে গোলাকার ভাবে প্রবাহিত বিদ্যুদ্বেগ ওচুম্বকের মন্ত চুম্বক ফল উৎপাদন করে। স্বতরাং ভূ-চুম্বকত্ব পৃথিবীর চতুর্দিকে বহমান বিদ্যুৎপ্রবাহ হেতুও হইতে পারে । , বিৱ{গ বা ডেক্লিলেসনল ( Declination ):—q*f* চুম্বকের মধ্যভাগে স্থত বধিয়া উহাকে ভূ-সমান্তরাল রাখিয়া আগগা ভাবে ঝুলাইয়। রাখিলে সচরাচর দেখা যায় উহার মেরুদণ্ড যাম্যোক্তর রেখার (Meridian) সহিত কিছু কোণ করে। এই কোণকে বিরাগ কোণ বা ডেক্লিনেসন বলে। ইহা চুম্বকের উত্তর মেরু যমোত্তর রেখার যে দিকে, যতটা কোণ করে তদ্বারা প্রকাশিত হয় । যথা –বিরাগ ১৫° পশ্চিম বলিলে বুঝিতে হইবে যে চুম্বকের উত্তর মেরু যাম্যোন্তর বৃত্তের পশ্চিমদিকে ১৫°যায়। छिंछ-२२ বিরাগ, স্থানের উপর নির্ভর করে অর্থাৎ বিভিন্ন স্থানে ইহা বিভিন্ন। „aftato, e ftat* £a ca*l (Lines of equal declination and lines of no declination)-ৰে সকল দেশের বিরাগ সমান তাহাদিগকে চুম্বক মানচিত্রে রেখা এর সংযোগ করা হয়, এই রেখাগুলিকে সমবিরাগ রেখা বা আইসেগনিক লাইন