পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3リバ3 বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ঘুরাইবার জন্য একটি পৃথক রিভাসিং স্বইচ থাকে, অবশু ইহা কন্টোলারের সহিত এরূপভাবে সংবদ্ধ থাকে যে মোটরকে না থামাইয়া এই স্বইচ ব্যবহার করা যায় না। বৈদ্যুতিক ক্রেনেও এই প্রকার কণ্টে,ালার ব্যবহার হয় । চিত্র—৩৮৩ বৈদ্যুতিক ব্রেক ৪—বৈষ্কৃত্তিক ট্রাম ও রেলগাড়ি প্রভৃতিকে হঠাৎ থামাইবার জন্ত মেকানিক্যাল ব্রেক অপেক্ষ বৈদ্যুতিক ব্রেক আগু ফলপ্রদ। ব্যবহৃত মোটরটির দ্বারাই এই ব্রেকের কার্য্য সাধিত হয় । এই উদেখে মোটরকে লাইন হইতে বিমুক্ত করিয়া আমেচারের ব্রাসদ্বয় একটি বাঁধার মধ্য দিয়া রাজ্যকয়েলের সহিত এরূপভাবে সংযুক্ত করিতে হয় যেন চলন্ত মোটরের ব্যাক ই, এম, এফ, হেতু প্রবাহ রাজ্যকয়েলের